নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর : দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী। সোমবার সকালে এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি এক্স মাধ্যমে জানিয়েছেন, "মিঠুন দা-র অসাধারণ সিনেমাটিক যাত্রা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে! আনন্দের সঙ্গে ঘোষণা করছি, দাদাসাহেব ফালকে বাছাই জুরি কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের জন্য আগামী ৮ অক্টোবর ৭০-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তীকে সম্মানিত করা হবে।"
বাংলা হোক কিংবা বলিউড! ভারতীয় সিনেমায় তাঁর অবদান বহু। শুধু বাংলা কিংবা হিন্দি নয়, বহু ভাষার সিনেমায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। দীর্ঘ কেরিয়ারে একাধিক হিট সিনেমা সিনেপ্রেমীদের উপহার দিয়েছেন মিঠুন চক্রবর্তী। চলচ্চিত্র জগতে অসাধারণ অবদানস্বরূপ দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী।