নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর : আপাতত জেলেই থাকতে হবে আম আদমি পার্টির বিধায়ক আমানতুল্লাহ খানকে। দিল্লি ওয়াকফ বোর্ড অর্থ তছরূপ মামলায় আগামী ৭ অক্টোবর পর্যন্ত বেড়েছে আমালাতুল্লাহ খানের বিচারবিভাগীয় হেফাজত। সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আমানতুল্লাহ খানের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বৃদ্ধি করেছে।
আমানতুল্লাহ খান দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান থাকাকালীন নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠে। সেই মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। সোমবার আমানতুল্লাহ খানকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করা হয়। হেফাজতের মেয়াদ বাড়িয়ে তাঁকে আগামী ৭ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত।