মুম্বই, ২১ সেপ্টেম্বর : মুম্বইয়ের জুহু সৈকতে মেগা স্বচ্ছতা অভিযান কর্মসূচিতে অংশ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণ। স্বচ্ছতা অভিযান কর্মসূচিতে অংশ নিয়ে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণের ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
মুখ্যমন্ত্রী বলেছেন, "মহারাষ্ট্র ৭২০ কিলোমিটার উপকূলীয় এলাকা পেয়েছে, আর আমাদের তা স্বচ্ছ রাখতে হবে। আমরা পরিচ্ছন্নতা সেবার মাধ্যমে তা শুরু করেছি। স্বচ্ছ ভারত অভিযানের নাম নিলেই প্রধানমন্ত্রীর নাম মাথায় আসে এবং তাঁর অনুপ্রেরণায় সারা দেশে এই অভিযানকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের একক ব্যবহার করা প্লাস্টিক বন্ধ করা উচিত, আমরা তা নিষিদ্ধ করেছি, এবং একইসঙ্গে 'এক পেড় মা কে নাম' প্রচারাভিযানের মাধ্যমে আমরা বৃহৎ পরিসরে গাছ লাগাচ্ছি।