ধরমশালা, ৩ অক্টোবর : শুধু শ্রীনগরেই নেই ডাল লেক, আরও একটি ডাললেক রয়েছে ভারতে। আর সেই ডাল লেক রয়েছে হিমাচল প্রদেশের ধর্মশালায়। এখন সেই ডাল লেক আবারও শুকিয়ে যাচ্ছে, ফলে মারা যাচ্ছে মাছ। সেই মাছের প্রাণ বাঁচাতে উদ্যোগ নিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশ প্রেমীরা। মাছগুলিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে, জল শুকিয়ে যাওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
শ্রীনগরের ডাল লেকের তুলনায় অনেকটাই ছোট ধর্মশালার ডাললেক। তবুও পর্যটকদের কাছে যথেষ্ট আকর্ষণের। এর আগেও একবার ধর্মশালার এও ডাল লেকের জল শুকিয়ে গিয়েছিল। এবার ফের একবার একই পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় 'গাদ্দি' সম্প্রদায়ের মানুষজনের জন্য ডাল লেকের একটি ধর্মীয় গুরুত্বও রয়েছে, যারা এই শুকিয়ে যাওয়ার বিষয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করেছেন।
মধ্য-উচ্চতায় এই হ্রদটি ধর্মশালা থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে নদ্দির কাছে তোতা রানী গ্রামে অবস্থিত। যদিও এটি শ্রীনগরের ডাল লেকের তুলনায় খুবই ছোট, এটি একটি প্রাকৃতিক জলাশয় যা পার্শ্ববর্তী পাহাড়ের ইকো-সিস্টেমের জন্য অত্যাবশ্যক।