Country

2 months ago

Arvind kejriwal New House : একদিনের মধ্যে নতুন বাড়িতে উঠছেন কেজরিওয়াল, নতুন ঠিকানায় উঠছেন এএপি প্রধান

Kejriwal House (symbolic picture)
Kejriwal House (symbolic picture)

 

নয়াদিল্লি, ৩ অক্টোবর : তিনি আর দিল্লির মুখ্যমন্ত্রীর পদে নেই। ১৭ সেপ্টেম্বর অতিশীর হাতে দিল্লির মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন তিনি। তাই এবার দিল্লির সিভিল লাইনসের মুখ্যমন্ত্রীর বাসভবন ছেড়ে দিতে চান আম আদমি পার্টি (আপ) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। একদিনের মধ্যে নতুন বাসভবনে উঠে যাবেন এএপি প্রধান। সূত্রের খবর, নতুন দিল্লি বিধানসভা কেন্দ্রের মধ্যে তাঁর নতুন বাসভবন চূড়ান্ত হয়ে গিয়েছে।

এএপি সূত্রের খবর, শুক্রবারই মুখ্যমন্ত্রীর বাসভবন ছাড়বেন অরবিন্দ কেজরিওয়াল। নতুন ঠিকানা হতে চলেছে ৫ নম্বর ফিরোজশাহ রোডের বাসভবন। কেজরিওয়ালের দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় সাংসদ অশোক মিত্তলের জন্য বরাদ্দ ৫, ফিরোজশাহ রোডের বাড়িতে উঠবেন এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়াল।


You might also like!