দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ কলকাতার গল্ফ গ্রিনে একটি আবাসনের পিছনের ভ্যাটে মহিলার কাটামুণ্ডু উদ্ধারের পর আলোড়ন দেখা দিয়েছে। প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার প্রশ্ন তুলেছেন, “একেই কি নিরাপদ শহরের উদাহরণ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়?”
এক্সবার্তায় সুকান্তবাবু লিখেছেন, “ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঃশাসনের অধীনে, 'সিটি অফ জয়' কলকাতা এখন 'অপরাধের শহরে' রূপান্তরিত হয়েছে। প্রতিদিনই কলকাতাবাসীর সকাল শুরু হয় জঘন্য অপরাধের খবরে। রাজ্য জুড়ে নারীদের উপর অকথ্য নৃশংসতা, ধর্ষণ এবং হত্যার ব্যাপক ঘটনা স্পষ্টভাবে প্রমাণ করে যে মমতার সরকারের অধীনে অপরাধীকরণ চরমে পৌঁছেছে।রাজ্যে কি নারীদের নিরাপত্তার কোনো চিহ্ন অবশিষ্ট নেই? একেই কি নিরাপদ শহরের উদাহরণ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়?”
প্রসঙ্গত, মুন্ডুটি কার, কী ভাবে সেখানে এল, এটি খুনের ঘটনা কি না— এ সব খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে গিয়েছে কলকাতা পুলিশের ডগ স্কোয়্যাডের কুকুর। ‘স্নিফার ডগ’ নিয়ে আজাদগড়ের একটি আবাসনেও যায় পুলিশ। সেখানে গিয়ে কয়েক জনের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকেরা।