Country

4 days ago

Assam: অসমে ভূমিপুত্রদের সুরক্ষার স্বাৰ্থে মুখ্যমন্ত্রীর গৃহীত পদক্ষেপকে বাধা দিচ্ছে খিলঞ্জিয়া-বিরোধী কংগ্ৰেস : বিজেপি

BJP
BJP

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- অসমের খিলঞ্জিয়া (ভূমিপুত্ৰ)–দের সুরক্ষা প্ৰদান করতে বিধিগতভাবে সংরক্ষিত ট্রাইবাল বেল্ট অ্যান্ড ব্লকের ভূমিতে সন্দেহজনক নাগরিকদের অবৈধ জবরদখল রোধ করতে এবং ভূমিপুত্রদের ভূমি থেকে সন্দেহজনক বাংলাদেশি নাগরিকদের উচ্ছেদ করতে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শৰ্মা যে পদক্ষেপ গ্রহণ করেছেন, তাতে লাগাতার বাধা দিচ্ছে কংগ্ৰেস নেতৃত্ব। গুরুতর এই অভিযোগ তুলেছে অসম প্রদেশ বিজেপি।

গুয়াহাটির উপকণ্ঠ সোনাপুরে ট্ৰাইবাল বেল্ট অ্যান্ড ব্লকের বহু জমি অবৈধভাবে সন্দেহজনক বাংলাদেশি মুসলমানরা জবরদখল করে বসবাস করছে। গত তিনদিন ধরে জবরদখলকৃত ভূমিতে উচ্ছেদ অভিযান চালিয়ে বেদখলমুক্ত করতে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপের সমালোচনা করেছেন বিরোধী দলনেতা কংগ্ৰেসি দেবব্ৰত শইাকিয়া সহ আরও বেশ কয়েকজন নেতা। তাঁরা পরোক্ষভাবে জবরদখলকারীদের পক্ষে অবস্থান নিয়ে ভূমিপুত্রদের বিরুদ্ধে স্থিতি গ্ৰহণ করেছেন।

এভাবে কংগ্ৰেসের সমর্থন পেয়ে বেদখলকারী সন্দেহজনক মানুষ মাত্রাতিরিক্ত বলিয়ান হয়ে গতকাল বৃহস্পতিবার সংঘবদ্ধভাবে উচ্ছেদ অভিযানকারী সাধারণ প্রশাসন এবং পুলিশ বাহিনীর ওপর নিৰ্মম হামলা চালানোর সাহস পেয়েছে।

 এক প্ৰেস বিবৃতিতে অসম প্রদেশ বিজেপির মুখপাত্র ড. জুরি শৰ্মা বরদলৈ এভাবে রাজ্যে জবরদখলকারী বাংলাদেশিদের কংগ্রেস রক্ষণাবেক্ষণ দিচ্ছে বলে অভিযোগ করেছেন। ড. শর্মা বরদলৈ বিবৃতিতে আরও বলেন, কংগ্রেস সবসময় বাংলাদেশি মুসলমানদের পক্ষাবলম্বন করে ভূমিপুত্রদের ভূমির অধিকার আদায় করতে বাধা দিয়ে আসছে।

বিগত দিনেও ড. হিমন্তবিশ্ব শৰ্মা নেতৃত্বাধীন বিজেপি জোট সরকার গরুখুঁটি, লামডিং, লক্ষ্মীপুর প্রভৃতি এলাকার বৃহত্তর সংরক্ষিত বনাঞ্চল, ট্রাইবাল বেল্ট অ্যান্ড ব্লক, গ্রেজিং তথা অন্যান্য সরকারি ভূমি বেদখলমুক্ত করার এক নিরবচ্ছিন্ন প্রচেষ্টা হাতে নিয়েছেন।

ওই সব ভূমি সন্দেহজনক বাংলাদেশি মুসলমানরা কংগ্ৰেস সরকারের আমলে অবৈধভাবে জবরদখল করে ভূমিপুত্ৰদের বঞ্চিত করার পাশাপাশি বনাঞ্চল ধ্বংসের মাধ্যমে অসমে প্রাকৃতিক ও পারিপাৰ্শ্বিক পরিবেশ বিনষ্ট করছে। অসমের বনাঞ্চলগুলিকে ধ্বংস থেকে রক্ষা করতে ভবিষ্যতে সুরক্ষিত রাখতে গ্রেজিং ল্যান্ডের পাশাপাশি সরকারি ভূমি তথা ট্রাইবাল বেল্ট অ্যান্ড ব্লকগুলি বেদখলকারীদের কবল থেকে উদ্ধার করতে সরকারের প্ৰচেষ্টাকে বাধা দিয়ে আসছে কংগ্রেস। প্রেস বিবৃতিতে বলেছেন প্রদেশ বিজেপির মুখপাত্র ড. জুরি শৰ্মা বরদলৈ।

You might also like!