Country

1 year ago

Alappuzha-Kannur Executive Express caught fire:কেরলে দাঁড়িয়ে থাকা আলাপ্পুঝা-কান্নুর এগজিকিউটিভ এক্সপ্রেসে আগুন, সম্পূর্ণ পুড়ে গেল একটি বগি

Alappuzha-Kannur Executive Express caught fire
Alappuzha-Kannur Executive Express caught fire

 

কান্নুর, ১ জুন : কেরলের কান্নুর রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি এক্সপ্রেস ট্রেনে আগুন ধরে গেল, অল্প সময়ের মধ্যে ওই এক্সপ্রেস টর্নের একটি বগিতে আগুন ধরে যায়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আলাপ্পুঝা-কান্নুর এগজিকিউটিভ এক্সপ্রেসে। দক্ষিণ রেলওয়ে জানিয়েছে, কান্নুর রেলওয়ে স্টেশনে আলাপ্পুঝা-কান্নুর এগজিকিউটিভ এক্সপ্রেসের একটি বগিতে আগুন লেগেছে। ট্রেনটি কান্নুর রেল স্টেশনে থামানো হয়। বগিটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।

দমকলের এক আধিকারিক জানিয়েছেন, ট্রেনটি প্ল্যাটফর্ম এবং ভারত পেট্রোলিয়াম জ্বালানী ডিপো থেকে কয়েক মিটার দূরে রেললাইনে দাঁড়িয়ে ছিল। আরপিএস কান্নুরের এক আধিকারিক জানিয়েছেন, ট্রেন থেকে সমস্ত যাত্রী নেমে যাওয়ার পরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল এবং তাই কেউ আহত হয়নি।

You might also like!