Country

2 months ago

Amit Shah: গান্ধীজির পর মোদীজি স্বচ্ছতাকে গণ আন্দোলনে পরিণত করেছেন : অমিত শাহ

Amit Shah
Amit Shah

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  মহাত্মা গান্ধীর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছতাকে গণ আন্দোলনে পরিণত করেছেন। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, মানুষের মধ্যে স্বচ্ছতার সংস্কৃতি গড়ে তোলার জন্য প্রচুর অবদান রেখেছেন প্রধানমন্ত্রী মোদী।  গুজরাটের আহমেদাবাদে ৪৭০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন অমিত শাহ।

পরে এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, স্বাস্থ্য, পরিকাঠামো এবং শিক্ষা সম্পর্কিত জনকেন্দ্রিক প্রকল্পগুলি সহ গত পাঁচ বছরে গান্ধীনগর সংসদীয় নির্বাচনী এলাকায় ৩৭ হাজার কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। তিনি আহমেদাবাদ মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের প্রাথমিক বিদ্যালয়গুলিকে স্মার্ট স্কুলে গড়ে তোলার ক্ষেত্রে অনুকরণীয় কাজের প্রশংসা করেন।

You might also like!