West Bengal

2 months ago

Shimla: সিমলায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের, আহত এক

Shimla Road Accident
Shimla Road Accident

 

সিমলায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের, আহত এক

সিমলা, ১৩ অক্টোবর: সিমলায় শনিবার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। বালুগঞ্জ থানার অন্তর্গত কোর্ট কমপ্লেক্স থেকে সংকটমোচনের দিকে যাওয়ার প্রধান সড়কে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গাড়িতে তিন যুবক ছিল। দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকদের নাম অজয় (২৭) এবং বিশাল (২৭) গাড়িতে থাকা তৃতীয় যুবক কপিল (৩০) আহত হয়েছেন। তিনজন যুবকই মূলত উত্তর প্রদেশের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে সিমলায় বসবাস করছিলেন।

You might also like!