কলকাতা, ১৮ মে : কোনও না কোনও জেলায় ঝড়-বৃষ্টি হচ্ছেই, এই ঝড়-বৃষ্টির সৌজন্যে তীব্র গরম থেকে স্বস্তি পেল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। শনিবার রাতেই কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টি হয়েছে, রবিবার সকালেও আকাশ মেঘলা। আপাতত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বলে মনে করা হচ্ছে।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ১.১ ডিগ্রি কম। রবিবাসরীয় সকালে গরম উধাও হয়ে মনোরম হয়ে উঠেছে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের কোনও না কোনও জেলায় আগামী ২১ মে পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২১ মে পর্যন্ত ঝড়-বৃষ্টি হবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও। উত্তর-পশ্চিম উত্তর প্রদেশে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। আর সেখান থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা সক্রিয় হয়েছে। ফলে বঙ্গোপসাগর থেকে বায়ুমণ্ডলে ঢুকছে জলীয় বাষ্প। সব মিলিয়ে রাজ্যের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।