Entertainment

52 minutes ago

Madhuri Dixit: “বলিউডে পারিশ্রমিক বৈষম্য চিরকালীন”, পুরুষতান্ত্রিক সংস্কৃতির বিরুদ্ধে অকপট মাধুরী দীক্ষিত

Bollywood's Dhak Dhak girl Madhuri Dixit
Bollywood's Dhak Dhak girl Madhuri Dixit

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ফিল্মি দুনিয়ায় নায়ক-নায়িকাদের পারিশ্রমিকের বৈষম্য নতুন কোনো ঘটনা নয়। প্রায়শই শোনা যায় যে, অভিনেত্রীরা পারিশ্রমিক এবং সুযোগ-সুবিধার দিক থেকে পুরুষদের তুলনায় অনেকটাই পিছিয়ে। সম্প্রতি দীপিকা পাড়ুকোন আট ঘণ্টার শুটিং শিফট চাওয়ার মাধ্যমে এই বৈষম্যের ইস্যুকে নতুন করে আলোচনার কেন্দ্রে এনেছিলেন। 

এবার এ বিষয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন বলিউডের প্রখ্যাত নায়িকা মাধুরী দীক্ষিত। মাধুরী বলেন, “শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, বেতন বৈষম্য প্রতিটা কর্পোরেট সেক্টরে দেখা যায়।” উল্লেখ্য, কেরিয়ারের গোড়া থেকেই বলিউডের ব্লকবাস্টার নায়িকা মাধুরী। যিনি অনিল কাপুর, সঞ্জয় দত্ত থেকে শুরু করে শাহরুখ-সলমন, আমির খানের মতো হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথমসারির তাবড় অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধেছেন। তিনি আরও বলেন, “পারিশ্রমিক নিয়ে এহেন বৈষম্য চিরকালের। দীর্ঘদিন ধরেই সকলে এর জন্যে লড়ে যাচ্ছেন আর এটাই বলার চেষ্টা করছেন যে, নায়িকাদেরও পারিশ্রমিক বাড়ানো উচিত। আমি বলছি না, পুরুষদের থেকে বেশি পারিশ্রমিক দিতে হবে, কিন্তু কোথাও একটা সমতা বজায় রাখা দরকার জানেন তো।” 

মাধুরী আরও উল্লেখ করেন, “আমরা ‘মিসেস দেশপাণ্ডে’ ছবির শুটিংয়ের সময় প্রতিদিন ১২ ঘণ্টার শিফটে কাজ করেছি। হয়তো আরও বেশি সময়ও লাগতে পারে। প্রত্যেকের নিজস্ব মত রয়েছে। দীপিকা যেমন বলতে পারছেন, ‘আমি এই সময়ের শিফটে কাজ করতে চাই’, এটি স্পষ্ট করে যে তার মধ্যে নিজের কাজের অধিকার চর্চা করার ক্ষমতা আছে। এ ধরনের নারীদের জন্য আমি আরও শক্তি কামনা করি।” তিনি স্পষ্ট করেন, “নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে কাউকে জোর করা উচিত নয়। কাজের সময়সীমা বেছে নেওয়া প্রত্যেকের ব্যক্তিগত অধিকার।” দীপিকার এই দাবিকে সমর্থন জানিয়ে মাধুরীর মন্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।  

You might also like!