West Bengal

1 month ago

Huge cannabis recovered: ভাঙড় থেকে উদ্ধার প্রচুর গাঁজা, গ্রেফতার চার

Huge cannabis recovered
Huge cannabis recovered

 

ভাঙড়, ২১ মে : দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে প্রচুর গাঁজা উদ্ধার করলো পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে তল্লাশি অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা-সহ চারজনকে গ্রেফতার করেছে ভাঙড়ের পোলেরহাট থানার পুলিশ। বুধবার সকালে সূত্র মারফত খবর পেয়ে ভাঙড়ের হাতিশালায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। তখনই শিয়ালদহ থেকে আসা একটি হলুদ ট্যাক্সিতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

গাঁজা-সহ মোট চারজনকে গ্রেফতার করেছে পোলারহাট থানার পুলিশ। যাঁদের বাড়ি কোচবিহার জেলায় বলে খবর। ধৃতদের কাছ থেকে গাঁজা-সহ চারটি মোবাইলও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতরা এই গাজা নিয়ে কোথায় যাচ্ছিল? শুধু কি ৪০ কেজি গাঁজা নাকি এর পিছনেও আছে অন্য কোনও বড় মাদকচক্রের হাত রয়েছে তার তদন্ত করছে পুলিশ।

You might also like!