
নয়াদিল্লি, ৩ ডিসেম্বর : দিল্লি পুর উপনির্বাচনের ১২ আসনের মধ্যে ৭টিতে জয়ী বিজেপি, আম আদমি পার্টির দখলে ৩টি, কংগ্রেস জয়ী একটি আসনে এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক একটি আসনে জিতেছে।
দক্ষিণপুরীর ১৬৪ নম্বর ওয়ার্ড থেকে এমসিডি উপনির্বাচনে আম আদমি পার্টির রাম স্বরূপ কানোজিয়া জয়ী হয়েছেন। তিনি বলেন, "এই জয়ের কৃতিত্ব আমি অরবিন্দ কেজরিওয়াল, বিধায়ক প্রেম চৌহান এবং জনসাধারণকে দিচ্ছি। আমরা জয়ী হয়েছি, তাই খুবই খুশি। আমি এখানে প্রচুর ভালোবাসা এবং শ্রদ্ধা পেয়েছি। অনেক বিজেপি নেতা এখানে প্রচারের জন্য এসেছিলেন, কিন্তু আমরা কাজ চালিয়ে গিয়েছিলাম এবং জয় নিশ্চিত করেছি। আমি আমার ওয়ার্ডে জনসাধারণের সেবা করব।" চাঁদনি চক থেকে এমসিডি উপনির্বাচনে জয়ী বিজেপির সুমর কুমার গুপ্তা| জয়ের পর তিনি দেখা করেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে।
