West Bengal

1 year ago

Fake Note: কলকাতায় উদ্ধার ১ লক্ষ টাকার জালনোট, দুই পাচারকারীকে গ্রেফতার করলো কলকাতা পুলিশের

Fake currency
Fake currency

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতা শহরে উদ্ধার প্রায় ১ লক্ষ টাকার জাল নোট ।কলকাতা  পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) অভিযান চালিয়ে জাল নোট পাচারকারীদের পর্দা ফাঁস করেছে। ধরা পড়েছে ২ জন। তাঁদের এক জন মালদা জেলার এক গ্রামের বাসিন্দা। অপর জন উত্তরপ্রদেশের বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম রিঙ্কু শেখ ও আনন্দ দাস বিষ্ণো। সোমবার ভোররাতে রাজাবাজার ক্রসিংয়ের কাছে এপিসি রোড থেকে জাল নোট সহ গ্রেফতার করা হয়েছে তাদের। তল্লাশিতে ৫০০ টাকার ২০০টি জাল নোট উদ্ধার হয়েছে।

২৯ বছরের রিঙ্কু মালদা জেলার কালিয়াচক থানার খাসচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। ৫১ বছরের আনন্দ দাস উত্তর প্রদেশের বৃন্দাবন থানার অন্তর্গত রাধারমণ ঘেরার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ৪৮৯বি, ৪৮৯সি ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের আদালতে তোলা হলে ১ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

শহরে জানা নোট পাচারের চেষ্টা হচ্ছে এমন খবর আগেই এসেছিল পুলিশের কাছে। পাচারকারীদের পাকড়াও করতে তক্কে তক্কেই ছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। গোপন সূত্রে খবর পেয়ে এদিন ভোররাতে এপিসি রোডে হানা দেয় পুলিশ। হাতেনাতে ধরা হয় দুই অভিযুক্তকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জাল নোট পাচারের সঙ্গে কোন চক্র জড়িয়ে আছে সে ব্যাপারেও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

এর আগেও শহরে একাধিক বার জাল নোট উদ্ধার হয়েছে। তদন্তকারীদের অনুমান, একটা বড় চক্র জাল নোট পাচারের কাজ করছে। ভিন রাজ্যের সঙ্গেও এদের যোগসূত্র আছে। ধৃতদের জেরা করে সেই চক্রকে খুঁজে বের করবে পুলিশ।


You might also like!