Breaking News
 
GOAT Tour: কলকাতায় মেসি-উন্মাদনা—কিং খানের সঙ্গে ফ্রেমবন্দি আর্জেন্তাইন মহাতারকা Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন

 

West Bengal

2 years ago

Fake Note: কলকাতায় উদ্ধার ১ লক্ষ টাকার জালনোট, দুই পাচারকারীকে গ্রেফতার করলো কলকাতা পুলিশের

Fake currency
Fake currency

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতা শহরে উদ্ধার প্রায় ১ লক্ষ টাকার জাল নোট ।কলকাতা  পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) অভিযান চালিয়ে জাল নোট পাচারকারীদের পর্দা ফাঁস করেছে। ধরা পড়েছে ২ জন। তাঁদের এক জন মালদা জেলার এক গ্রামের বাসিন্দা। অপর জন উত্তরপ্রদেশের বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম রিঙ্কু শেখ ও আনন্দ দাস বিষ্ণো। সোমবার ভোররাতে রাজাবাজার ক্রসিংয়ের কাছে এপিসি রোড থেকে জাল নোট সহ গ্রেফতার করা হয়েছে তাদের। তল্লাশিতে ৫০০ টাকার ২০০টি জাল নোট উদ্ধার হয়েছে।

২৯ বছরের রিঙ্কু মালদা জেলার কালিয়াচক থানার খাসচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। ৫১ বছরের আনন্দ দাস উত্তর প্রদেশের বৃন্দাবন থানার অন্তর্গত রাধারমণ ঘেরার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ৪৮৯বি, ৪৮৯সি ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের আদালতে তোলা হলে ১ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

শহরে জানা নোট পাচারের চেষ্টা হচ্ছে এমন খবর আগেই এসেছিল পুলিশের কাছে। পাচারকারীদের পাকড়াও করতে তক্কে তক্কেই ছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। গোপন সূত্রে খবর পেয়ে এদিন ভোররাতে এপিসি রোডে হানা দেয় পুলিশ। হাতেনাতে ধরা হয় দুই অভিযুক্তকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জাল নোট পাচারের সঙ্গে কোন চক্র জড়িয়ে আছে সে ব্যাপারেও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

এর আগেও শহরে একাধিক বার জাল নোট উদ্ধার হয়েছে। তদন্তকারীদের অনুমান, একটা বড় চক্র জাল নোট পাচারের কাজ করছে। ভিন রাজ্যের সঙ্গেও এদের যোগসূত্র আছে। ধৃতদের জেরা করে সেই চক্রকে খুঁজে বের করবে পুলিশ।


You might also like!