Tripura

1 year ago

Tripura:ভূমিকম্পে কেঁপে উঠল ত্রিপুরা, রিখটার স্কেলে তীব্রতা ৫.৪

Tripura was rocked by an earthquake measuring 5.4 on the Richter scale
Tripura was rocked by an earthquake measuring 5.4 on the Richter scale

 

আগরতলা  :  সন্ধ্যারাতে ভূমিকম্পে কেঁপে উঠল ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের সব রাজ্য। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী রাত ৮ টা ১৯ মিনিট নাগাদ হঠাৎ এই ঝাঁকুনি অনুভূত হয় সারা রাজ্যে। এই ভূমিকম্প ঠিক কতক্ষণ স্থায়ী হয়েছিল তা জানা না গেলেও রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.৪। সারা রাজ্য এই দুই থেকে তিনটি ঝাকুনি অনুভূত হয়েছে বলে খবর। শুধু রাজ্যেই নয় অরুণাচল প্রদেশ ও আপার আসাম বাদ দিয়ে উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যে এই ভূকম্পন অনুভূত হয়েছে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী মেঘালয়ের চেরাপুঞ্জি ও বাংলাদেশের সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা এই কম্পনের উৎপত্তিস্থল বলে প্রাথমিকভাবে খবর। তবে খবর লেখা পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ত্রিপুরা রাজ্য এমনিতেই ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে রেড জোনে রয়েছে। যেকোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। কিন্তু তারপরও তেমনভাবে নেই সরকারি কোনও উদ্যোগ। অধিকাংশ ক্ষেত্রেই নির্মাণ কাজ সম্পন্ন হয় সঠিক ও বিজ্ঞানসম্মত পরিকল্পনা ছাড়াই। স্বাভাবিকভাবেই এই কম্পনের ঘটনার ফলে উদ্বিগ্ন ও আতঙ্কিত রাজ্যবাসী।

You might also like!