আগরতলা, ৭ আগস্ট : আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে হর ঘর তিরঙ্গা কর্মসূচি নেওয়া হল ত্রিপুরায়। এই লক্ষ্যে এ বছরও জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছে ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটি। আগামী ১৩ থেকে ১৫ আগস্ট সব বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য।
এই লক্ষ্যে সোমবার রাজধানী আগরতলায় প্রধান ডাকঘর থেকে জাতীয় পতাকা সংগ্রহ করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য শাখা সংগঠনের নেতৃত্বরা। প্রদেশ বিজেপি সভাপতি রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পতাকা ক্রয় করে প্রধানমন্ত্রীর হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে শামিল হওয়ার জন্য।
উল্লেখ্য, গত বছর সারা রাজ্যে প্রায় ৫ লক্ষ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। এবছর এই সংখ্যা আরো বাড়ানোর লক্ষ্যে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। সাথে ভারতীয় জনতা পার্টি বিশেষ উদ্যোগ নিয়েছে।
প্রত্যেক বাড়িতে যাতে জাতীয় পতাকা উত্তোলন হয় সেই লক্ষ্য পূরণে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সহ সভাপতি তাপস ভট্টাচার্য। পোস্ট অফিসে একটি সেইল কাউন্টারের পাশাপাশি সারা রাজ্যে স্বসহায়ক দলের মাধ্যমে জাতীয় পতাকা তৈরি ও বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রী ভট্টাচার্য।