কুমারঘাট (ত্রিপুরা), ৫ নভেম্বর : শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের প্রশ্নে কংগ্রেসকে রাজ্যের ক্ষমতায় বসাতে চাইছেন মিজোরামবাসী। ওই রাজ্যে নির্বাচনের প্রচার কর্মসূচীতে অংশগ্রহণ করে ফিরে সাংবাদিকদের এভাবেই প্রতিক্রিয়া ব্যাক্ত করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।ফটিকরায়ে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিতে আসেন সাহা। তিনি জানান, সম্প্রতি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী মিজোরামে এক জনসভায় বক্তব্য রাখেন। সেই জনসভা জনসমুদ্রের রূপ নেয়। তিনি নিজেও একটি জনসভায় অংশ নিয়েছেন তাতে তিন মনে করেন মিজোরামের মানুষ কংগ্রেসকে চাইছেন বলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানিয়েছেন।
আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ফটিকরায়ে সাংগঠনিক বৈঠকে যোগ দিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। ১ নভেম্বর কুমারঘাট রতিয়াবাড়িতে প্রয়াত প্রাক্তন মন্ত্রী সুনীলচন্দ্র দাসের বাসভবনে যান কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক গোপালচন্দ্র রায়, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল। সেখানে প্রয়াত প্রাক্তন মন্ত্রীর পরিবার পরিজনের সাথে কথা বলেন। সেখান থেকে যান পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম সফরে। নির্বাচনের প্রচার কর্মসূচি শেষ করে আগরতলায় ফেরার পথে শনিবার ফটিকরার বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দলের প্রাক্তন বিধায়ক তথা দলের বরিষ্ঠ নেতা সুবল বিশ্বাসের বাড়িতে যান পিসিসি সভাপতি।
সেখান থেকে যান ফটিকরায়ের প্রয়াত কংগ্রেস নেতা সুজিত পালের বাসভবনে। প্রয়াতের পরিবার পরিজনের সাথে মতবিনিময় করেন। তার পর ফটিকায় ব্লক কংগ্রেস ও পাবিয়াছড়া ব্লক কংগ্রেসের যৌথ উদ্যোগে লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী দিনের সংগঠনের বিভিন্ন রণকৌশল নিয়ে আলোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এছাডা এদিন সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল, জেলা কংগ্রেস সভাপতি মোহম্মদ বদরুল জামান, পাবিয়াছডা ব্লক কংগ্রেস সভাপতি অসিত দেব, পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দলের বিজিত প্রার্থী সত্যবান দাস, জেলা সাধারণ সম্পাদক সমীরণ দাস প্রমুখ।