আগরতলা : ডিএনএ ক্লাবের অন্তর্ভুক্ত বিদ্যালয়গুলির শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের নিয়ে আগরতলায় প্রজ্ঞা ভবনে একদিনের কর্মশালা অনুষ্ঠিত। এই কর্মশালার উদ্বোধন করেন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি জানান, রাজ্যের সবকটি স্কুল এবং কলেজে ডিএনএ ক্লাবের মাধ্যমে বিজ্ঞানকে নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করেছে বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তর।প্রজ্ঞা ভবনে ডিএনএ ক্লাবের অন্তর্ভুক্ত বিদ্যালয়গুলির শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে একদিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। এই প্রশিক্ষণ শিবিরে রাজ্যের চল্লিশটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শিবিরে সংশ্লিষ্ট ৪০টি স্কুলকে ডিএনএ ক্লাবের কাজকর্ম অব্যাহত রাখার জন্য ২৫ হাজার টাকা করে মোট ১০ লক্ষ টাক সহায়তা প্রদান করা হয়।
এই অনুষ্ঠান প্রসঙ্গে বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা জানান, বিজ্ঞান ছাড়া কোন দেশ উন্নতি লাভ করতে পারে না। বিজ্ঞানকে সাথে নিয়েই রাজ্য এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। স্কুল এবং কলেজস্তরে ছাত্রছাত্রীদের বিজ্ঞানমনস্ক করে তোলার জন্য ডিএনএ ক্লাব গঠন করা হয়েছে। মন্ত্রী জানান, রাজ্যের ৩৭টি স্কুলকে নিয়ে প্রথম ডিএনএ ক্লাবের যাত্রা শুরু হয়। বর্তমানে রাজ্যের ১৭২ টি স্কুলকে এই ক্লাবের আওতায় নিয়ে আসা হয়েছে। এই ক্লাবের মাধ্যমে বিজ্ঞানভিত্তিক গবেষণা, চর্চা এবং জ্ঞানের আদান-প্রদানে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। মন্ত্রী আরো জানান, আগামী দিনে রাজ্যের সবকটি স্কুল এবং কলেজে ডিএনএ ক্লাবের মাধ্যমে বিজ্ঞানকে নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, এই কর্মশালায় ডিএনএ ক্লাবের সদস্য ভুক্ত ৪০ টি স্কুলে গত এক বছরের বিভিন্ন কাজকর্মের অগ্রগতি পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের সচিব ডঃ কে শশী কুমার, ত্রিপুরা বায়ো টেকনোলজি কাউন্সিলের সদস্য সচিব তথা ডিরেক্টরেট অফ বায়োটেকনোলজির যুগ্ম অধিকর্তা অঞ্জন সেনগুপ্ত সহ অন্যান্য আধিকারিকরা। কর্মশালায় ৪০টি স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষক - শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীসহ ২৫০ জন উপস্থিত ছিলেন।