দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নবীন আলোয় টলিউডের একঝাঁক নায়ক-নায়িকা, কিন্তু সুপারস্টার দেবের দাপট যেন সবার উপরে। তার সাম্প্রতিক কর্মকাণ্ড এবং মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলো প্রমাণ করে, টলিউডে দেবের রাজত্ব যেন অবিচ্ছিন্ন। ‘ধূমকেতু’ এবং ‘রঘু ডাকাত’র পর এবার শুরুর হলো ‘প্রজাপতি ২’র শ্যুটিং, যা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে তুমুল প্রতিধ্বনি ফেলেছে।
শনিবার দেব নিজেই শেয়ার করলেন শ্যুটিংয়ের শুভ মহরতের ছবি, যেখানে দেখা গেল ইংল্যান্ডের ওয়ারউইকশায়ারের রাগবি অঞ্চলে শীতের হিমেল আবহাওয়ায় দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত প্রথম ছবির মতোই পোশাকে। মিঠুনের কাঁচা দাড়ি আর পাফার জ্যাকেট থেকে শুরু করে দেবের ধূসর জ্যাকেট, সব কিছু যেন পুরনো স্মৃতিকে পুনরুজ্জীবিত করছে। পরিচালক অভিজিৎ সেনের উপস্থিতি এ শুটিংয়ের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পাবে ‘প্রজাপতি ২’। দেবের বিপরীতে এবার অভিনয় করবেন অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু, যিনি দীর্ঘদিন পর বড় পর্দায় ফেরছেন। ‘পেখম’ চরিত্রে তিনি ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছেন। ২০২৪ সালে ‘বধূঁয়া’ ধারাবাহিক শেষ হওয়ার পর থেকে নতুন কোনো বড় প্রোজেক্টে ছিলেননা জ্যোতির্ময়ী, এবার সরাসরি দেবের সঙ্গে জুটি বাঁধছেন তিনি।
প্রথম ‘প্রজাপতি’ ছবিটি ২০২২ সালে মুক্তি পেয়ে ১৩ কোটি টাকার ব্যবসা করেছিল এবং ১০০ দিন চলে সিনেমা হলে। মিঠুন ও দেবের বাবা-ছেলের চরিত্র এবং ছবির গল্প দর্শকদের হৃদয় ছুঁয়েছিল। তবে রাজনৈতিক বিতর্কে ছবিটি আক্রান্ত হয়েছিল, বিশেষ করে মিঠুন চক্রবর্তীর বিজেপি সদস্যত্বের কারণে। নন্দনে ছবিটি প্রদর্শিত না হলেও, দর্শকরা ছবিটিকে ভালোবেসে মঞ্চ দিয়ে গেছে। এবার ‘প্রজাপতি ২’ আরও বড় পরিসরে, নতুন গল্প ও চরিত্র নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। দেবের ফ্যানরা ইতিমধ্যেই প্রবল উত্তেজনা সহকারে অপেক্ষায় রয়েছেন। টলিউডের অন্যতম আলোচিত ও সফল সিনেমার সিক্যুয়েল হিসেবে ‘প্রজাপতি ২’র মুক্তি নতুন এক রোমাঞ্চ নিয়ে আসবে বলেই মনে করছেন সিনেপ্রেমীরা।