Tripura

1 year ago

TRipura:কোজাগরী লক্ষ্মীপূজা উপলক্ষ্যে ত্রিপুরার হাটবাজার জমজমাট বিকিকিনি

Kojagari Lakshmi Puja
Kojagari Lakshmi Puja

 

উদয়পুর / তেলিয়ামুড়া (ত্রিপুরা) : আজ  কোজাগরী লক্ষ্মীপূজা। ধন-সম্পদের দেবী শ্রীশ্রী লক্ষ্মীপূজাকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বীরা বিরামহীন ব্যস্ত। শুক্রবার থেকে বাজার জমজমাট। তবে নিম্নবিত্ত শ্রেণির মানুষের জন্য খানিকটা সমস্যা। কারণ অন্যান্য বছরের চাইতে এ বছর প্রতিমা থেকে শুরু করে পূজার আনুসঙ্গিক সমস্ত জিনিসপত্রের দাম বেশি। গত বছর যে মূর্তির দাম দুশো টাকা ছিল, এ বছর সেই মূর্তির দাম দ্বিগুণ বেড়ে গেছে। যার ফলে বাজারে গিয়েও মূর্তি কেনার সাহস করতে পারছেন না অনেকেই। তবে মূর্তি তো কিনতেই হবে, তাই অন্যান্য দিক দিয়ে খরচ কমিয়ে মূর্তি কিনছেন অনেকে।

মেলাঘর থেকে অনেক মৃৎশিল্পী এসেছেন প্রতিমা নিয়ে বিক্রির জন্য মন্দিরনগরী উদয়পুরে। মেলাঘরের প্রতিমা অন্যান্য জায়গার থেকে সুন্দর বলে অনেকের অভিমত। কাঁচামালের দাম চড়া হ‌ওয়ার কারণে প্রতিমার দাম বাড়ছে। তার পরও কোজাগরী লক্ষ্মীপূজাকে ঘিরে ধনের দেবীকে ঘরে তুলে গৃহস্থের সামর্থ্য অনুযায়ী ধর্মীয় আচার-নিষ্ঠা সহ দেবী-অর্চনার বিষয়টি প্রতিটি মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না।

লক্ষ্মীপূজাকে কেন্দ্র করে উদয়পুরে আতস-বাজি ব্যবসায়ীরা প্রকাশ্য রাস্তায় তাঁদের সামগ্রী বিক্রি করতে দেখা যাচ্ছে। যা-ই হোক, কোজাগরী লক্ষ্মীপূজাকে কেন্দ্র করে ব্যাস্ততা চরমে।

এদিকে,  তেলিয়ামুড়ায় হাটবারে লক্ষ্য করা গেছে কোজাগরী লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে ক্রেতা বিক্রেতার উভয়ের ব্যাপক উপস্থিতি। কেউ লক্ষ্মীর প্রতিমা নিয়ে, কেউ আবার রকমারি ফলমূলের পসরা নিয়ে বসেছেন। প্রতিমা, মালা, বাজি-পটকা থেকে শুরু করে ফলমূল বিক্রেতারা জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর সামগ্রী থেকে শুরু করে প্রতিমার যেমন জোগান রয়েছে ঠিক তেমনি ক্রেতা সাধারণের নাগালের মধ্যেই রয়েছে পূজার সামগ্রী ও প্রতিমার দাম।

You might also like!