Tripura

1 year ago

MLA Sudip Roy Barman:এআইসিসির ওয়ার্কিং কমিটির আমন্ত্রিত স্থায়ী সদস্য হিসেবে নিযুক্ত হওয়ায় বিধায়ক সুদীপ রায় বর্মনকে সংবর্ধনা

MLA Sudip Roy Barman
MLA Sudip Roy Barman

 

আগরতলা  : বিধায়ক সুদীপ রায় বর্মনকে সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির আমন্ত্রিত স্থায়ী সদস্য হিসেবে নিযুক্ত করায়  কংগ্রেস ভবনে সুদীপ রায় বর্মনকে দলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা পুষ্পস্তবক তুলে দিয়ে সুদীপ রায় বর্মনকে শুভেচ্ছা জানান।

সুদীপবাবু ভারতীয় জনতা পার্টির সমালোচনায় মুখর হন। তিনি বলেন, যাদের স্বাধীনতা আন্দোলনে কোন অবদান ছিল না তারাই এখন হর ঘর তিরঙ্গা কর্মসূচির কথা বলছে। দেশের মাটিকে তারা ভালোবাসে না। কৌশলে লোকসভা নির্বাচনে মানুষের আবেগ নিয়ে খেলতে চাইছে। কিন্তু মানুষকে বুঝতে হবে দেশের মধ্যে কংগ্রেসের বিকল্প নেই। সে অনুযায়ী গণতন্ত্র বিরোধী দলটাকে পরাস্ত করে বিরোধী ইন্ডিয়া জোটকে দেশের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান সুদীপ রায় বর্মন।

তিনি আরও অভিযোগ করেন, দেশ ও সমাজকে বিভাজিত করার জন্য বিজেপির অভিপ্রায় চলছে। এই সরকারের আমলে দেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। আগামী দিন নিম্নবিত্ত, মধ্যবিত্তের বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। তাই কংগ্রেস বনাম বিজেপির লড়াই নয় এটা। বিজেপির বিরুদ্ধে জনগণের জোট ইন্ডিয়ার লড়াই।

সুদীপ রায় বর্মন আরো জানান, খুব শীঘ্রই ত্রিপুরা আসবেন কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধী। মনিপুর পরিদর্শন করে তিনি রাজ্যে এসে উদয়পুর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিতে যাবেন। প্রসঙ্গত, এদিনের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা ও তার অনুগামীরা। বলা চলে কংগ্রেস ভবন এখন শুধু বর্মন গোষ্ঠীর কব্জাতেই। কংগ্রেসের এই গোষ্ঠী রাজনীতি দলটাকে ছারখার করে দিয়েছে।

You might also like!