Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

Tripura

9 months ago

Sudhanshu Das: কৃষকের কল্যাণে গ্রাম পঞ্চায়েতকে ভিত্তি করে সুস্থায়ী কর্মপরিকল্পনা তৈরি করতে হবে : মন্ত্রী সুধাংশু দাস

Sudhanshu Das
Sudhanshu Das

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কৃষির বিকাশ ও কৃষকের কল্যাণে গ্রাম পঞ্চায়েতকে ভিত্তি করে সুস্থায়ী কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। ফটিকরায় গ্রাম পঞ্চায়েতে বিশেষ গ্রাম সভায় মৎস্যমন্ত্রী সুধাংশু দাস একথা বলেন।

বিশেষ গ্রাম সভায় মন্ত্রী সুধাংশু দাস আরও বলেন, বিকশিত ত্রিপুরা গড়ে তুলতে হলে গ্রামীণ এলাকার পরিকাঠামোর উন্নয়ন ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।গ্রামীণ এলাকার উন্নয়নে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্র, শিক্ষা, স্বাস্থ্য, পানীয়জল সরবরাহ, যোগাযোগ, সমাজকল্যাণ, বিদ্যুৎ পরিষেবা ক্ষেত্রের উন্নয়নে যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে তা মানুষের কাছে তুলে ধরতে হবে।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির সদস্য প্রভাস চন্দ্র বণিক, জেলা পঞ্চায়েত আধিকারিক প্রীতম ভট্টাচার্য, প্রবীণ নাগরিক করুনা দাস ও মৃদুল কান্তি দাস প্রমুখ।

প্রসঙ্গত, বিশেষ গ্রাম সভা উপলক্ষে প্রশাসনিক শিবির, স্বাস্থ্য শিবির ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তাছাড়াও বিভিন্ন দপ্তরের প্রকল্পে সুবিধাভোগীদের সহায়তা এবং অন্ত্যোদয় পরিবারের সদস্যদের শারদোৎসবের জন্য নতুন পোশাক দেওয়া হয়েছে।

You might also like!