Technology

7 months ago

Whatsapp tricks: ডিলিট হওয়া মেসেজও দেখতে পারবেন সহজে, Whatsapp-এ শুধু এই কাজটি করুন

Whatsapp tricks
Whatsapp tricks

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃWhatsapp-এ ডিলিট মেসেজের অপশন থাকলেও তা অনেকের পছন্দ নয়। কারণ ঠিক কী মেসেজ ডিলিট করা হয়েছে তা বোঝা যায়না। যা জানতে কমবেশি প্রায় সকলের আগ্রহ থাকে। কিন্তু তা জানার উপায় নেই। তবে ফোনের মধ্যে একটি ছোট্ট কাজ করলেই জানতে পারবেন ডিলিট মেসেজে ঠিক কী লেখা ছিল বা কী ফাইল ছিল।

জেনে নিন বিস্তারিত-

পুরো প্রক্রিয়াটির জন্য ফোনের একটি অ্য়াপ ডাউনলোড করতে হবে। যার নাম WhatsRemoved+। এটি সাধারণতঃ একটি আউল অ্য়াপ। অর্থাৎ নজরদারি চালাবে। এই অ্য়াপটি ফোনে ইনস্টল থাকলে WHatsapp এ আসা নোটিফিকেশন নিজে থেকে স্টোর করে রাখবে। এবং কোনও সেন্ডার Whatsapp-থেকে মেসেজ ডিলিট করলেও এই অ্য়াপ থেকে মেসেজ ডিলিট করতে পারবেন না।

সাইবার সিকিউরিটি এক্সপার্টরা বলেন যদিও Whatsapp এ যদি অতি গুরুত্বপূর্ণ কোনও তথ্য আদানপ্রদান করেন তাহলে এই ধরনের অ্য়াপ ব্যবহার করা উচিত নয়। কারণ অনেক ক্ষেত্রে হ্যাকাররা এই অ্য়াপগুলির মাধ্যমে তথ্য চুরি করতে পারে।


You might also like!