Technology

7 months ago

Vivo T3x 5G: 15 হাজার টাকার কমে ভারতে এন্ট্রি নেবে আপকামিং ভিভো ফোন, প্রকাশ হল লঞ্চ তারিখ

Vivo T3x 5G
Vivo T3x 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Vivo T3x 5G স্মার্টফোন ভারতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে। কোম্পানি আপকামিং স্মার্টফোনের ডিজাইন এবং কালার অপশন প্রকাশ করে দিয়েছে। এটি গত বছর এপ্রিল মাসে লঞ্চ হওয়ার Vivo T2x 5G এর সাক্সেসার হিসেবে আসবে।

আপকামিং ভিভো টি৩ এক্স ফোনটি 15 হাজার টাকার কম দামে লঞ্চ করা হবে। এখন পর্যন্ত শুধু ফোনের ডিজাইন প্রকাশ করা হয়েছিল। এখন কোম্পানি নতুন ফোনের লঞ্চ তারিখের ঘোষনা করেছে।

Vivo T3x 5G কবে লঞ্চ হবে

ভিভো T3x ফোনটি কোম্পানি 17 এপ্রিল লঞ্চ করতে চলেছে। কোম্পানি এই স্মার্টফোনটি দুটি কালার অপশনে টিজ করেছে। ফোনের ল্যান্ডিং পেজ ফ্লিপকার্টে লাইভ হয়েছে। এছাড়াও, কোম্পানি তার X অ্যাকাউন্টে ফোন সম্পর্কে লেটেস্ট পোস্ট শেয়ার করেছে।

Vivo T3x 5G ফোন কেমন দেখতে হতে পারে, কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে 

এই ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকের উপরের কোণে থাকতে চলেছে বড় আকার-আয়তনের ক্যামেরা মডিউল। এখানে দুটো ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। অর্থাৎ ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট দেখা যাবে ভিভো টি৩এক্স ৫জি ফোনে। এর সঙ্গে থাকবে একটি ফ্ল্যাশ ইউনিট। 

ভিভো টি৩এক্স ৫জি ফোনের ডানদিকের সাইডের অংশে থাকতে চলেছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স। 

ভারতে লঞ্চের পর ভিভো টি৩এক্স ৫জি ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। অনুমান, এই ফোনের দাম ভারতে ১৫ হাজার টাকার মধ্যেই হবে। 

ভিভো 'টি' সিরিজের নতুন ৫জি ফোনে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট থাকার কথা রয়েছে। অনুমান এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর থাকবে। তবে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। 

ভিভো টি৩এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে ৪ জিবি, ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ নিয়ে।

এই ফোনে ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। 

এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর থাকতে চলেছে। আর ফোনের স্ক্রিনের উপর থাকবে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 

ভিভো টি৩এক্স ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ওয়্যারড ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট থাকতে পারে। ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকার কথা রয়েছে। এই ফোন IP64 রেটিং যুক্ত একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ এই ফোন ধুলো এবং জলের ঝাপটায় সহজে নষ্ট হবে না। ভিভো টি৩এক্স ৫জি ফোনের ওজন হতে পারে প্রায় ১৯৯ গ্রাম এবং এই ফোন ৭.৯৯ মিলিমিটার পুরু হতে পারে। 


You might also like!