Breaking News
 
JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী! Karachi aerial firing: স্বাধীনতা দিবসের আনন্দে শূন্যে গুলি, করাচিতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ৬৪! Bengal Metro Expansion: একসঙ্গে তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন, কলকাতায় মোদি সফরের দিনক্ষণ চূড়ান্ত! Kolkata Metro: নোয়াপাড়া-বারাসত মেট্রোর পথে বড় পদক্ষেপ, শুরু হচ্ছে সয়েল টেস্টিং – আশার আলো উত্তর শহরতলিতে!

 

Technology

4 months ago

UPI Disruption: দেশ জুড়ে UPI বিভ্রাট! এক মাসের মধ্যে ভারতে তৃতীয়বারের মতো UPIবন্ধ, আশঙ্কায় ব্যবহারকারীরা!

UPI Disruption (Symbolic picture)
UPI Disruption (Symbolic picture)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  শনিবার আবারও দেশজুড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই পরিষেবা।  ইউপিআই বিভ্রাটের জেরে টাকা লেনদেন করতে গিয়ে ইতিমধ্যেই সমস্যায় পড়ছেন বহু মানুষ। ইউপিআই মারফত টাকা পাঠাতে গিয়ে অনেকেই PhonePe, Google Pay, এবং Paytm-সহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকেন। তবে আজ অনেকেই  জানিয়েছেন, টাকা পাঠাতে গিয়ে ট্রানজ্যাকশন ফেইলিওর হচ্ছে। এই নিয়ে গত এক মাসে তৃতীয় বার ইউপিআই পরিষেবা বিঘ্নিত হল। যার জেরে ডিজিটাল আর্থিক লেনদেনে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। 

ক্যাশের পরিবর্তে অনলাইন ট্রানজ্যাকশন বহুল ব্যবহৃত। মুদিখানা থেকে শপিং মল সব জায়গাতেই ইউপিআই পরিষেবার মাধ্যমে অর্থ প্রদান করা হয়। তবে আজকের এই সমস্যায় ক্রেতা-বিক্রেতা উভয়েই বেশ অসুবিধার সম্মুখীন হতে হয়েছে।  ডাউনডিটেক্টরের রিপোর্ট অনুসারে, এই সমস্যার জেরে ইতিমধ্যেই দেশজুড়ে প্রায় ২,১৪৭ টি অভিযোগ জমা পড়েছে। গুগল পে ব্যবহারকারীরা ৯৬টি সমস্যার অভিযোগ করেছেন, যেখানে পেটিএম ব্যবহারকারীরা ২৩টি অভিযোগ করেছেন। কী কারণে এই সার্ভার ডাউন হয়েছে সেই কারণ এখনও অজানা। দুপুর ১২ টার পরে এই সমস্যা দেশজুড়ে দেখা গিয়েছে বলে খবর। বহু গ্রাহকেরই ইউপিআই লেনদেনের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। এইচডিএফসি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা এবং কোটাক মাহিন্দ্রার মতো ব্যাঙ্ক এবং প্লাটফর্মের ক্ষেত্রেই একই ধরনের সমস্যা লক্ষ্য করা গিয়েছে।


UPI সংক্রান্ত সমস্যা নিয়ে সরকারি সংস্থা NPCI, একটি X পোস্টে বিভ্রাটের কারণ হিসাবে জানিয়েছে, "প্রযুক্তিগত সমস্যার জন্য আংশিক UPI লেনদেন ফেইল করছে। আমরা সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছি। এই অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী”। কিন্তু বর্তমান সময়কালে ডিজিটাল পেমেন্টের উপর নির্ভরশীলতা বৃদ্ধি  পাওয়ায় স্বাভাবিক ভাবেই এই ধরনের সমস্যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। 

You might also like!