Technology

7 months ago

এক চার্জে ট্যাব চলবে দেড় মাস!Redmi Pad এর দাম কমিয়ে দিয়েছে কোম্পানি, জানুন ফিচার্স

Redmi Pad
Redmi Pad

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃট্যাব কেনার প্ল্যান করেও কিনে উঠতে পারছেন না? তবে এবার আপনার জন্য একটি ভাল সুযোগ রয়েছে। এতে আপনি অনেক কম দামে ট্যাব কিনতে পারবেন। তাও আবার রেডমি প্যাড (Redmi Pad)। রেডমি প্যাডে বিরাট ছাড় পাওয়া যাচ্ছে।Redmi Pad এর দাম 2,000 টাকা কমে গেছে এবং িতিমধ্যে নতুন দামে এই ডিভাইসের সেল শুরু হয়ে গেছে। এই ট্যাবলেটের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল। 

Redmi Pad এর দাম

আগেই বলা হয়েছে কোম্পানি তাদের Redmi Pad এর দাম 2,000 টাকা কমিয়ে দিয়েছে। এই ট্যাবলেটের 4GB RAM মডেল আগে 14,999 টাকা দামে সেল করা হট, এবং এখন থেকে এই ডিভাইস মাত্র 12,999 টাকার বিনিময়ে পাওয়া যাবে। একইভাবে 16,999 টাকা দামের Redmi Pad 6GB RAM মডেলের দাম কমে এখন 14,999 টাকা হয়ে গেছে। এই ডিভাইস অনলাইন এবং অফলাইন উভয় মার্কেটে কম দামে কেনা যাবে। ভারতে এই ট্যাবলেট Graphite Grey, Mint Green এবং Moonlight Silver কালারে সেল করা হয়।

Redmi Pad ট্যাবলেটের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Redmi Pad ট্যাবলেটে 15:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 2000 x 1200 পিক্সেল রেজলিউশন সহ 10.61 ইঞ্চির 2K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন IPS LCD প্যানেল দিয়ে তৈরি এবং 90Hz রিফ্রেশরেট এবং 400 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: Redmi Pad অ্যান্ড্রয়েড 12 এবং MIUI 13 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ট্যাবলেটে 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি MediaTek Helio G99 চিপসেট রয়েছে।

স্টোরেজ: ভারতীয় মার্কেটে এই Xiaomi ট্যাবলেটটি 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। মাইক্রোএসডি কার্ড এর সাহায্যে এই ডিভাইসের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: Xiaomi Redmi Pad এর ব্যাক প্যানেলে 8-মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে এবং ফ্রন্ট প্যানেলে 8-মেগাপিক্সেল সেলফি সেন্সর রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে 18W ফাস্ট চার্জিং ফিচার সহ 8,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

অন্যান্য: এই ট্যাবলেটে WiFi 5, Bluetooth 5.3, কোয়াড স্পিকার এবং 3.5mm জ্যাক রয়েছে। এই ডিভাইসের ওজন 465 গ্রাম এবং থিকনেস মাত্র 7.05 মিমি।


You might also like!