দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট Samsung হাই-বাজেট সেগমেন্টের অধীনে সম্প্রতি Galaxy A15 5G এবং A25 5G নামের দুটি নয়া হ্যান্ডসেট লঞ্চ করেছিল। তবে এই দুটি মডেল আত্মপ্রকাশের মাত্র এক মাসের ব্যবধানে খবর মিলেছিল যে, সংস্থাটি তাদের M এবং F সিরিজের অধীনে প্রায় আরো দুটি নয়া স্মার্টফোন ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। এই খবর যে মিথ্যে নয় তা আজ প্রমাণিত হয়ে গেল। কেননা আজ ‘ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস’ ওরফে BIS সার্টিফিকেশন সাইটের ডেটাবেসে আসন্ন Samsung Galaxy M15 এবং F15 5G স্মার্টফোন দুটিকে খুঁজে পাওয়া গেছে। যা ডিভাইস দুটির এদেশে সত্বর লঞ্চেরই ইঙ্গিত দিচ্ছে।
Samsung Galaxy M15 5G এর রেন্ডার
টিপস্টার ইভান ব্লাস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে স্যামসাং গ্যালাক্সি এম15 5জি এর রেন্ডার প্রকাশ করেছেন।
পোস্টে টিপস্টার স্যামসাং গ্যালাক্সি এম15 ফোনের নীল, সবুজ এবং গ্রে কালার মডেল শেয়ার করেছেন।
স্যামসাং গ্যালাক্সি এম15 ফোনের রেন্ডার দেখে জানা গেছে এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে।
ফোনের ফ্রন্ট সাইডে ওয়াটারড্রপ নচ ডিজাইন এবং বড় চিন সহ ফুল-স্ক্রিন ডিসপ্লে পাওয়া যাবে।
লিক রেন্ডারের বাইরে এই স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত কোনো তথ্য জানানো হয়নি। তবে এই ফোনটি অনেকটা স্যামসাং গ্যালাক্সি এফ15 5জির মতো দেখতে।
Samsung Galaxy M15 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Samsung Galaxy M15 5G ফোনে 6.5 ইঞ্চির এফএচডি প্লাস সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন 800 নিটস পিক ব্রাইটনেস এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।
প্রসেসর: এই মোবাইলে MediaTek Dimensity 6100+ চিপসেট ব্যবহার করা হতে পারে। এর পাশাপাশি গ্রাফিক্সের জন্য মালি G57-MP2 GPU পাওয়া যেতে পারে।
স্টোরেজ: এই স্মার্টফোনে 8GB পর্যন্ত র্যাম এবং 256জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। এর পাশাপাশি স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রো এসডিকার্ড স্লটের সাপোর্ট দেওয়া হতে পারে।
ক্যামেরা: লিক অনুযায়ী Samsung Galaxy M15 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি, 5 মেগাপিক্সেল অল্ট্রা ওয়াইড আঙ্গেল এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর থাকতে পারে। একইভাবে এই ফোনে সেলফির জন্য 13 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 6000mAh ব্যাটারি এবং 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
অপারেটিং সিস্টেম: Samsung Galaxy M15 5G ফোনটি লেটেস্ট Android 14 এবং One UI সহ পেশ করা হতে পারে।