Technology

9 months ago

Tecno Spark Go 2024 স্মার্টফোন সস্তায় বাজারে লঞ্চ হয়েছে

Tecno Spark Go 2024
Tecno Spark Go 2024

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Tecno Spark Go 2024 স্মার্টফোন- Tecno কোম্পানি একটি নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন লঞ্চ করেছে, যার নাম Tecno Spark Go 2024। এটি বর্তমানে স্পার্ক গো ২০২৩ মডেলের উত্তরসূরি হিসেবে মালয়েশিয়ার বাজারে এসেছে। এতে রয়েছে HD+ LCD ডায়নামিক পোর্ট ডিসপ্লে, ইউনিকো প্রসেসর, ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, স্টেরিও স্পিকার সিস্টেম এবং ৫০০০এমএএইচ-এর ব্যাটারি। এই ডিভাইসটিতে ৪জিবি এক্সটেন্ডেট র‍্যাম ফিচার সাপোর্ট করবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক নতুন Tecno Spark Go 2024 ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।

Tecno Spark Go 2024 ফোনটি কোম্পানির পক্ষ থেকে মালয়েশিয়ার ওয়েবসাইটে লিস্টেড করা হয়েছে, তবে দাম সম্পর্কে কিছু জানানো হয়নি।

এই ফোনটি মিস্ট্রি হোয়াইট, অ্যাল্পেনগ্লো গোল্ড, ম্যাজিক স্কিন এবং গ্র্যাভিটি ব্ল্যাক কালারে পেশ করা হয়েছে।

লিক অনুযায়ী এই ফোনের 4GB + 128GB মডেল 6,999 টাকা দামে সেল্ল করা হতে পারে। এখন অপেক্ষা ব্র্যান্ডের পক্ষ থেকে অফিসিয়াল দাম ঘোষণা করার।

Tecno Spark Go 2024 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Tecno Spark Go 2024 ফোনে 6.6 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে। এটি 720 x 1612 পিক্সেল রেজলিউশন এবং 90Hz রিফ্রেশরেট সাপোর্ট করে। এই ফোনে কোম্পানি ডায়নামিক পোর্ট ফিচার যোগ করেছে, যার ফলে ডিসপ্লের ওপরের দিকে পিল শেপ বারের মধ্যেই ইউজাররা কলার আইডি, ব্যাটারি স্ট্যাটাস এবং অন্যান্য ইনফরমেশন দেখতে পারবেন।

প্রসেসর: কোম্পানির পকে থেকে এই ফোনে Unisoc T606 প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: এই ফোনে 4GB ইন্টারনাল + 4GB extended RAM সহ মোট 8GB RAM এর সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়াও মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: ফোনটির ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ 13MP প্রাইমারি ক্যামেরা এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে ডুয়েল LED ফ্ল্যাশ সহ 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 10W চার্জিং সাপোর্টেড 5000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এতে চার্জিঙের জন্য ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে।

ওএস: Tecno Spark Go 2024 ফোনটি অ্যান্ড্রয়েড 13 গো এডিশনে কাজ করে।

অন্যান্য: এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্টেরিও স্পিকার, 4জি, ওয়াইফাই, ব্লুটুথ v5.0, জিপিএস, ওটিজি এবং এফএম রেডিওর মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে।

ডায়মেনশন: এই ফোনটির ডায়মেনশন 163.69 x 75.6 x 8.55 ~ 8.75 এমএম।

You might also like!