
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কপ্টার সংস্থার লাইসেন্সে ত্রুটি থাকায় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারটি উড়তে পারেনি। ফলস্বরূপ, এসআইআর (SIR) বিরোধী কর্মসূচিতে অংশ নিতে মমতা বন্দ্যোপাধ্যায় সড়কপথে বনগাঁর দিকে রওনা দিলেন। আজ মঙ্গলবার তৃণমূলের নেত্রী বনগাঁর ত্রিকোণ পার্কে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর প্রতিবাদে একটি জনসভা করবেন। এরপর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত তাঁর পদযাত্রায় অংশ নেওয়ার কথা রয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, এই দুটি কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য তাঁর হেলিকপ্টারে বনগাঁ যাওয়ার কথা ছিল।
প্রশাসনিক সূত্রে খবর, যে হেলিকপ্টারে মুখ্যমন্ত্রীর বনগাঁ যাওয়ার কথা ছিল, সেটিতে লাইসেন্স সংক্রান্ত একটি সমস্যা দেখা গিয়েছে। তাই পরিবর্তিত পরিস্থিতিতে সড়কপথেই বনগাঁ যাচ্ছেন মমতা। প্রশাসনিক ওই সূত্র মারফত এ-ও জানা গিয়েছে যে, গত ছ’মাস মুখ্যমন্ত্রী ওই কপ্টার ব্যবহার করেননি। কপ্টারটির উড়ান সংক্রান্ত লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়। নিয়ম মোতাবেক, মুখ্যমন্ত্রীর সফরের আগের দিন, সোমবার কপ্টারটি মহড়াও দেয়। কিন্তু সেই সময়ও লাইসেন্সের বিষয়ে কিছু জানানো হয়নি বলে ওই সূত্রের দাবি। মঙ্গলবার উড়ান সংস্থার তরফে বিষয়টি জানানো হয়। নবান্ন সূত্রে খবর, কেন এমন হল, তা তদন্ত করে দেখা হবে। বিষয়টি ‘খুব সহজ’ বলে মনে করছে না নবান্ন।
স্বাভাবিক ভাবেই সড়কপথে বনগাঁ পৌঁছোতে তাঁর কিছুটা বেশি সময় লাগবে। সে কারণে মুখ্যমন্ত্রী সভা এবং পদযাত্রার সময়ও কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল সূত্রে খবর, আগে স্থির হয়েছিল যে, দুপুর ১টায় মুখ্যমন্ত্রীর সভা শুরু হবে। তার পর আড়াইটে নাগাদ পদযাত্রা শুরু হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর বনগাঁ পৌঁছোতে দেরি হবে, তা ধরে নিয়েই নির্ধারিত সময়ের কিছুটা পরে সভা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভাস্থলে পৌঁছেই বক্তৃতা শুরু করবেন মুখ্যমন্ত্রী। তার পর শুরু হবে পদযাত্রা। সে ক্ষেত্রে নির্ধারিত সময়ের খানিক পরেই পদযাত্রা শুরু করবেন মমতা।
রাজ্যে এসআইআর শুরু হওয়ার পরে মতুয়াদের একাংশের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বেশ কয়েক জন আত্মঘাতী হয়েছেন। এই নিয়ে মতুয়া অনুগামীদের নিয়ে অনশনে বসেন মতুয়া ঠাকুরবাড়ির সদস্য তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। রাজ্যে যে দিন এসআইআর শুরু হয়, সেই ৪ নভেম্বর কলকাতায় পদযাত্রা করেছিলেন মমতা। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রেড রোডে বিআর অম্বেডকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু হয়। প্রায় সাড়ে চার কিলোমিটার পথ পেরিয়ে মিছিল শেষ হয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে। মঙ্গলবার এসআইআরের বিরুদ্ধে বনগাঁয় কর্মসূচি করতে চলেছেন মুখ্যমন্ত্রী।
