Game

2 hours ago

World Cup Qualifiers: বিশ্বকাপ বাছাই, নেভেস ও ফের্নান্দেসের হ্যাটট্রিক, বিশ্বকাপে পর্তুগাল

Portugal qualify for World Cup
Portugal qualify for World Cup

 

পোর্তো, ১৭ নভেম্বর : টানা দুই ম্যাচে হোঁচট খাওয়ার পর বিশ্বকাপে পর্তুগালের যাওয়ার ব্যাপারে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল। রবিবার রাতে শেষ ম্যাচে দাপুটে পারফরম্যান্সে দেখিয়ে ব্রুনো ফের্নান্দেস ও জোয়াও নেভেসের হ্যাট্রিকের সুবাদে আর্মেনিয়ার জালে ৯ গোল দিয়ে আবার বিশ্বকাপের মূল মঞ্চে পা রাখল রবের্তো মার্তিনেসের দল।

আগের ম্যাচে লাল কার্ড দেখার জন্য পোর্তোয় রবিবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি খেলতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যদিও অধিনায়কের অভাব বুঝতে দেননি তার সতীর্থরা। ৯-১ গোলে জিতেছে স্বাগতিকরা।

পুরো ম্যাচে ৭৫ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখে পর্তুগাল। গোলের জন্য ৩৪টি শট নিয়েছে তারা, লক্ষ্যে রাখতে পেরেছে ১৫টি। অন্যদিকে আর্মেনিয়া গোলের জন্য শট নিতে পারে মাত্র ৪টি, তার মধ্যে লক্ষ্যে ছিল মাত্র দুটি। ৬ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের সেরা হয়ে বিশ্বকাপে উঠলো পর্তুগাল।

একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে আয়ারল্যান্ড। আগের ম্যাচে পর্তুগালকে হারিয়ে দেওয়া দলটি হাঙ্গেরির মাঠে অনেকটা সময় পিছিয়ে ছিল। তবে শেষ দিকের দুই গোলে ৩-২ ব্যবধানে জিতে গ্রুপ রানার্সআপ হয়েছে আইরিশরা। ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হওয়ায় প্লে-অফ খেলবে তারা। ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় হওয়া হাঙ্গেরির সব আশা শেষ।

You might also like!