kolkata

1 hour ago

Second Hooghly Bridge Closed: মেরামতির জন্য রবিবার সকাল থেকে বন্ধ বিদ্যাসাগর সেতু, ভোগান্তি আমজনতার

Second Hooghly Bridge Closed
Second Hooghly Bridge Closed

 

কলকাতা, ১৬ নভেম্বর : ফের ভোগান্তি আমজনতার৷ রবিবার ফের মেরামতির জন্য বন্ধ বিদ্যাসাগর সেতু। এদিন সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ চলছে। সেই কারণেই বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
এই সময় বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে সব রকম যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, ফলে গাড়ি চলছে বিকল্প পথে : জিরাট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সব গাড়ি টার্ফ ভিউ রোড থেকে ঘোরানো হচ্ছে। সেগুলি সেন্ট জর্জেস গেট রোডে আসার জন্য গ্রেড রোড ধরে হেস্টিংস ক্রসিংয়ের দিকে আসতে পারবে। তারপরে স্ট্র্যান্ড রোড, হাওড়া ব্রিজ ধরতে পারবে। হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে ঘুরে খিদিরপুর রোড ধরতে পারবে।

জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে খিদিরপুর রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা গাড়িগুলিকে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সেগুলি স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরতে পারবে। খিদিরপুর রোড ধরে আসা গাড়ি কেপি রোডের ওয়াই পয়েন্ট থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ১১ ফার্লং রোডের দিকে ঘুরিয়ে দেওয়ার পরে রেড রোড ধরে হাওড়া ব্রিজ যেতে পারবে। খিদিরপুর থেকে সার্কুলার গার্ডেনরিচ রোড ধরে আসা গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সেগুলি বাঁদিক নিয়ে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরতে পারবে।

উল্লেখ্য, গত আগস্ট মাস থেকে প্রায় প্রতি সপ্তাহান্তেই বিদ্যাসাগর সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। সপ্তাহের বাকি দিনগুলিতে, অর্থাৎ সোম থেকে শুক্রবার পর্যন্ত এই সেতুতে যানবাহনের চাপ বেশি থাকে। দিনে অন্তত এক লক্ষ গাড়ি যাওয়া-আসা করে এই সেতু দিয়ে। তা নজরে রেখেই সেতু সংস্কারের কাজের জন্য সপ্তাহান্ত বেছে নেওয়া হয়েছে। কোনও সপ্তাহে শুধু রবিবার দিনের বেলার একটা বড় সময়, আবার কোনও সপ্তাহে শনি এবং রবিবার মিলিয়ে অন্তত ১৬-১৭ ঘণ্টা বন্ধ রাখা হয় সেতু। তার জন্য কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশ বিকল্প রুটের ব্যবস্থাও করে।

You might also like!