
কলকাতা, ২৫ নভেম্বর : ত্রি - স্তরীয় নিরাপত্তা ব্যবস্থার মোড়কে ঘেরা ফিলে হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। আপাতত কড়া নিরাপত্তার মধ্যেই রয়েছে। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় সিইও দফতরের সামনে নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। লাগানো হয়েছে ব্যারিকেড। দফতরের ভিতরে অবস্থান চালিয়ে যাচ্ছেন ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’-র ১৩ জন সদস্য। কলকাতার বিবাদী বাগ চত্বরে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতরে ধর্নায় বসে কয়েক জন বুথ স্তরের আধিকারিক (বিএলও)। মাত্রাতিরিক্ত কাজের চাপের প্রতিবাদে সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বিক্ষোভ দেখান বিএলও-দের একাংশ। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-পর্বের বুথভিত্তিক কাজের সঙ্গে যুক্ত বুথস্তরের আধিকারিকদের সংগঠনের প্রতিনিধিরা। সোমবার সিইও দফতরে তাঁদের ধর্না-বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়।
