Technology

10 months ago

Smart TV: বেশি টাকা খরচের দরকার নেই, পুরনো টিভিকেই এই উপায়ে বানিয়ে নিন স্মার্ট টেলিভিশন

Smart TV
Smart TV

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এখনও অনেকের বাড়িতেই রয়েছে পুরনো দিনের TV। এর ফলে স্মার্ট টিভির একাধিক ফিচার্স ব্যবহার করা সম্ভব হয় না। কিন্তু সামান্য টাকা খরচ করলেই আপনার বাড়িতে থাকা পুরনো TV কে স্মার্ট টিভি-তে কনভার্ট করতে পারবেন। কীভাবে করবেন? জেনে নিন পুরো পদ্ধতি-

জানুন পুরো পদ্ধতি

পুরনো দিনের টিভিকে স্মার্ট টিভি-তে রূপান্তরিত করার জন্য প্রয়োজন Amazon Fire TV Stick অথবা Google Chromecast-এর মতো ডিভাইস। এর পরিবর্তে Google TV বা Apple TV-ও ব্যবহার করতে পারেন। পুরনো টিভির HDMI পোর্টের সঙ্গে ওই ডিভাইস কানেক্ট করতে হবে। এরসঙ্গে দেওয়া হবে একটি বিশেষ রিমোর্ট। যার মাধ্য়মেই পুরনো টিভিকে স্মার্ট টিভিতে কনভার্ট করা সম্ভব।

এই ডিভাইসের মাধ্যমে HD স্ট্রিমিং-এর সুবিধা দেওয়া হবে। অ্য়ামাজন ও অন্য ই-কমার্স সাইটে পাবেন এই ডিভাইসগুলি। যার দাম আড়াই হাজার থেকে ৫ হাজারের মধ্যে।


You might also like!