Technology

2 weeks ago

Password Tricks: জীবনেও হ্যাক হবে না অ্য়াকাউন্ট, পাসওয়ার্ডে এই ছোট্ট পরিবর্তন আনুন

Password Tricks
Password Tricks

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অনলাইনে যেকোনও অ্য়াকাউন্ট সুরক্ষিত রাখার জন্য প্রয়োজন পাসওয়ার্ড। পাসওয়ার্ড সঠিক থাকলে হ্যাকিং হওয়ার কোনও সম্ভাবনা থাকে না। যে কোনও অ্য়াকাউন্ট থাকে সুরক্ষিত। সেকারণে পাসওয়ার্ড শক্তিশালী রাখা জরুরি। আর পাসওয়ার্ড মজবুত রাখার জন্য কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি।

স্পেশাল ক্যারেক্টার-

যেকোনও পাসওয়ার্ড সেট করার সময় অবশ্যই স্পেশাল ক্যারেক্টার রাখবেন। , @, # এই ধরনের চিহ্ন অবশ্যই রাখা জরুরি।

পাসওয়ার্ড লেন্থ-

পাসওয়ার্ড তৈরির সময় কমপক্ষে ১২ টি অক্ষর বা লেটার রাখা জরুরি। তারমধ্যে আপার ও লোয়ার কেস থাকা আবশ্যক।

টু-ফ্যাক্টর অথন্টিকেশন-

বর্তমানে গুগল সহ একাধিক প্ল্যাটফর্মে অ্য়াকাউন্ট তৈরির ক্ষেত্রে টু-ফ্যাক্টর অথন্টিকেশন করা জরুরি। এই স্টেপ মেনে চলা দরকার।

এই তিনটি ছোটো বিষয় মাথায় রাখলেই পাসওয়ার্ড হবে আরও শক্তিশালী। এবং বাঁচবে হ্যাকারদের হাত থেকেও।


You might also like!