Technology

2 weeks ago

শুধু ক্যামেরা নয়, Oppo Reno 12 ও Reno 12 Pro দেবে জবরদস্ত পারফরম্যান্স,জেনে নিন কবে লঞ্চ হতে পারে

Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro
Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃজুন মাসে Huawei, Honor, Vivo, এবং Oppo মিড-রেঞ্জে নতুন স্মার্টফোন সিরিজ উন্মোচন করতে চলেছে। আসন্ন লাইনআপগুলি হল – Huawei Nova 13, Honor 200, Vivo S19 এবং Oppo Reno 12। যার মধ্যে Oppo সংস্থার লেটেস্ট সিরিজের Reno 12 এবং Reno 12 Pro মডেল দুটির বেশ কয়েকটি মুখ্য ফিচার গত ফেব্রুয়ারি মাসে সামনে এসেছিল। যদিও মাঝে প্রায় এক-দেড় মাস ডিভাইসগুলি সম্পর্কে আর কিছু জানা যায়নি। তবে এখন Oppo Reno 12 সিরিজের প্রসেসর সহ ডিসপ্লে, ক্যামেরা, চার্জিং ক্যাপাসিটি ও ডিজাইন সংক্রান্ত তথ্য ফাঁস হয়েছে।

Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro ফোনের লঞ্চ টাইমলাইন (লিক)

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে পোস্ট করে এই দুটি ফোন সম্পর্কে জানিয়েছেন।

পোস্টে দেখা গেছে Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro ফোনদুটি মে মাসের শেষের দিকে বা জুন মাসের শুরুতে লঞ্চ করা হবে।

Reno 12 সিরিজের সঙ্গে সঙ্গে Oppo Pad 3 এবং Enco X3 এর মতো গ্যাজেট লঞ্চ হবে বলে উল্লেখ করা হয়েছে।

টিপস্টার জানিয়েছেন উপরোক্ত প্রোডাক্টগুলি নিয়ে কাজ চলছে এবং শীঘ্রই লঞ্চ করা হতে পারে।

লিকে কোনো নির্দিষ্ট তারিখ সম্পর্কে বলা হয়নি, তবে লিক অনুযায়ী এই ডিভাইসগুলি মের শেষে বা জুনের শুরুতে লঞ্চ করা হবে।

Oppo Reno 12 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

ডিসপ্লে: রিপোর্ট অনুযায়ী Oppo Reno 12 সিরিজের উভয় ফোনের চারদিকে মাইক্রো কার্ভেচার সহ OLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এতে 1.5K পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট দেওয়া হতে পারে।

প্রসেসর: Oppo Reno 12 ফোনে MediaTek Dimensity 8200 চিপসেট থাকবে বলে জান্স গেছে। অন্যদিকে প্রো ফোনটিতে MediaTek Dimensity 9200 Plus প্রসেসর থাকতে পারে।

ক্যামেরা: Oppo Reno 12 ফোনটিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2x জুম সহ 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। একইভাবে সিরিজের প্রো ফোনেও একই রকম ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং লেন্স যোগ করা হতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য উভয় ফোনে অটো ফোকাস সহ 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

ব্যাটারি: Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।


You might also like!