দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গেমিং ও AI ফিচার্স আপডেট করছে মাইক্রোসফট। সংস্থার রিসার্চ টিম জানিয়েছে, উইন্ডোজ অপারেশন সিস্টেমের একাধিক ডিভাইসে এবার নতুন AI মডেল আসছে। যার মাধ্যমে স্টিল ছবিকে GIF করা যাবে। এই AI মডেলের নাম রাখা হয়েছে Pix2Gif।
এই Pix2Gif কী
এমন একটি টেকনোলজি মডেল ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে ছবিকে GIF করা যায়। মাইক্রোসফট ব্লগের পোস্টে বলা হয়েছে, এই টুলস ছবির টেক্সটও অনুবাদ করতে পারবে। একাধিক তথ্য সংগ্রহ করতে পারবে। ছবিতে মোশনও আনতে পারবে।
কীভাবে ব্যবহার করবেন
এখনও ব্যবহারকারীদের জন্য এই টুলস বাজারে ছাড়েনি মাইক্রোসফট। ডাউনলোড করে পরীক্ষামূলকভাবে এই টুলস ব্যবহার করা যাবে। ছবি আপলোড করলেই পছন্দের অ্য়ানিমেশন তৈরি হয়ে যাবে কয়েক সেকেন্ডে। তৈরি করা যাবে ২ সেকেন্ডের ভিডিয়োও।