দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃমেসেঞ্জিং প্ল্যাটফর্মগুলিতে এবার AI চ্যাটবট। এমনই পরিকল্পনা করেছে মেটা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের কাজ করবে এই চ্যাটবট-গুলি। ওপেন AI-এর চ্যাটজিপিটি নিয়ে উন্মাদনা বিশ্বজুড়ে। এবার তাঁদের টেক্কা দিতে চ্যাটবট আনছে মেটা।
কীভাবে কাজ করবে ওই চ্যাটবট। যে কোনও বিষয় নিয়ে উত্তর দিতে পারবে এই চ্যাটবট। শুরু থেকে এই কোনও কন্টেন্ট লিখতেও পারবে এই AI। বিভিন্ন ভাষায় অনুবাদের কাজও করবে মেটার AI।
জেনারেটিভ AI মেটা লামার মাধ্যমে এই কাজ করা হবে। স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপকে আপডেট করতে হবে। এরপর হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে গিয়ে @ দিয়ে লিখতে হবে মেটা AI। যদি কোনও অপশন না দেখা যায়, তা হলে বুঝতে হবে আপনার অ্যাকাউন্টে AI-এর অনুমতি আসেনি।
এরপরই ওই মেটা AI-র কাছে যে কোনও প্রম্পট লিখে প্রশ্ন করলেই চ্যাটবট উত্তর দেবে। যে কোনও উত্তর নিমেষে বলে দেবে মেটা AI।