Breaking News

 

Technology

3 weeks ago

Google Map Features: ব্যবহার করা যাবে AI, করা যাবে টাইম ট্রাভেল, গুগল ম্যাপের এই নয়া ফিচার্সগুলি জেনে নিন

Google Map Features
Google Map Features

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃগুগল ম্যাপ এখন আমাদের জীবনে অপরিহার্য অঙ্গ। রাস্তা চেনা হোক, উবর ম্যাপ, লাইভ লোকেশন, অনলাইন অর্ডার, সব কিছুতেই ব্যবহার করা হয় গুগল ম্যাপ। এই গুগল ম্যাপ নতুন কিছু ফিচার্স এনেছে, যা জেনে রাখলে সুবিধা হবে আপনারই।

জেমিনি AI

গুগল ম্যাপ এবার AI ব্যবহার করছে। গুগলের নিজস্ব AI জেমিনি-র মাধ্যমে ভয়েস কম্যান্ড দিলেই নির্দিষ্ট লোকেশনে নিয়ে যাওয়া যাবে।

ইলেকট্রিক ভেহিকল সেটিং

ইভি ব্যবহারকারীদের জন্য গুগল ম্যাপ অপরিহার্য। এই ধরনের গাড়ির চার্জিং স্টেশন খুঁজে পাওয়া বেশ ঝক্কি। এবার গুগল ম্যাপে সেই চার্জিং স্টেশন হাইলাইট করে দেখাবে গুগল ম্যাপ।

নস্টালজিয়া

গুগল ম্যাপ এমন একটি ফিচার্স দিচ্ছে, যার মাধ্যমে স্মৃতি রোমান্থন করতে পারবেন আপনি। কয়েকবছর আগে কোনও নির্দিষ্ট এলাকা কেমন দেখতে ছিল, তার ছবি দেবে গুগল ম্যাপ।

লাইভ লোকেশন

এবার হোয়াটসঅ্যাপের মতো গুগল ম্যাপেও শেয়ার করা যাবে লাইভ লোকেশন। বন্ধু, পরিবার বা অন্য়দের লাইভ লোকেশন শেয়ার করা যাবে।

পার্কিং লোকেশন

এবার পার্কিং লোকেশন সেভ করে রাখা যাবে। গুগল ম্যাপে দেখা যাবে, আগের দিন আপনার গাড়ি কোথায় পার্কিং করেছিলেন।

AI মাধ্যমে নতুন গন্তব্য খুঁজুনএবার AI-এর মাধ্যমে নতুন গন্তব্য খোঁজা যাবে গুগল ম্যাপে।

You might also like!