Technology

7 months ago

গ্লোবালি লঞ্চ হল Realme 12 Lite 4G ফোন, জেনে নিন দাম

Realme 12 Lite 4G
Realme 12 Lite 4G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃগত সপ্তাহে চিনে লঞ্চ করেছে Realme 12 Lite 4G ফোনটি।আর তার ঠিক এক সপ্তাহ যেতে না যেতেই গ্লোবাল মার্কেটে এই সিরিজ়ের একটি লাইট ভার্সনের ফোন নিয়ে এল Realme। সেই লেটেস্ট ফোনটির নাম Realme 12 Lite 4G। এই ফোনে 6.72 ইঞ্চির বড়ো ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 685 প্রসেসর, 108 মেগাপিক্সেল ক্যামেরা, 5000mAh ব্যাটারি মতো বিভিন্ন ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

Realme 12 Lite 4G এর দাম

এই ফোনটি Türkiye-তে দুটি স্টোরেজ অপশন সহ লঞ্চ করা হয়েছে। এতে 6GB RAM +128GB স্টোরেজ এবং 8GB RAM +256GB স্টোরেজ অপশন রয়েছে।

এই ফোনের 6GB RAM +128GB ভেরিয়েন্টের দাম TRY 10,999 অর্থাৎ প্রায় 28,000 টাকা এবং

8GB RAM +256GB ভেরিয়েন্টের দাম TRY14,999 অর্থাৎ প্রায় 38,000 টাকা রাখা হয়েছে।

Realme 12 Lite 4G স্মার্টফোন Oasis Sun এবং Black এই দুটি কালার অপশনে পেশ করা হয়েছে।

Realme 12 Lite 4G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Realme 12 Lite 4G ফোনে 6.72 ইঞ্চির বড়ো ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট সহ পেশ করা হয়েছে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে স্ন্যাপড্রাগন 685 প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর মাধ্যমে গেমিং এবং অন্যান্য অপশন সুন্দরভাবে উপভোগ করতে পারবে।

স্টোরেজ: এই ফোনে ইউজারদের 8GB পর্যন্ত RAM এবং 256 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Realme 12 Lite স্মার্টফোনে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটু অন্য লেন্স যোগ করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি এবং দ্রুত চার্জিঙের জন্য 33ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে।

অন্যান্য: Realme 12 Lite 4G ফোনে ডুয়াল সিম 4G, ওয়াই-ফাই, ব্লুটুথ এর মতো বিভিন্ন বেসিক ফিচার অপশন দেওয়া হয়েছে।

You might also like!