দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফ্যান ছাড়া এক মুহূর্ত থাকতে পারছেন না কেউই। বিশেষ করে যখন তাপমাত্রা 46 ডিগ্রি ছুঁয়েছে। কিন্তু, অনেক এলাকা রয়েছে যেখানে ঘন ঘন কারেন্ট চলে যায়। যার ফলে তীব্র গরমে হাঁসফাঁস করে ওঠে বাড়ির বয়স্ক মানুষেরা। এই সব পরিস্থিতি থেকে মুক্তি দিতে চলে এসেছে পোর্টেবেল ফ্যান। যা একবার চার্জ করলেই দিনভর চলবে। একই সঙ্গে দিতে পারে দারুণ কুলিং।
পোর্টেবেল ফ্যান বা রিচার্জেবেল ফ্যানের বেশ কিছু ফায়দা রয়েছে। যা এই গরমকালে স্বস্তি দিতে পারবে মানুষকে। অনলাইনে নানা কোম্পানির নানা দামে পোর্টেবেল ফ্যান কিনতে পারবেন। দাম পড়বে 2,000 থেকে 3,000 টাকা। এর মধ্যে বেশ কিছু ফ্যানে আবার LED লাইটের সুবিধাও রয়েছে। আসুন দেখে নেওয়া যাক এমনই কিছু পোর্টেবেল ফ্যান।
1. Bajaj Pygmy মিনি ফ্যান : নীল ও সাদা রঙে কিনতে পারবেন এই পোর্টেবেল ফ্যান। দেখতে বেশ ছোট। তবে দারুণ স্টাইলিশ। ঘরের যেখানে খুশি রাখতে পারবেন। এতে পাবেন USB চার্জিংয়ের ব্যবস্থা, রয়েছে 2,400mAh ব্যাটারি ক্যাপাসিটি। যা ফুল চার্জে 4 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিতে পারে।
2. Gaiatop মিনি পোর্টেবেল ফ্যান : এই মিনি পোর্টেবেল ফ্যানে 3 স্পিড সেটিংস রয়েছে। গোলাপি রঙে পাবেন এই মিনি ফ্যান। রয়েছে বিল্ট ইন 2 কপার ব্রাশলেস মোটর, ডিট্যাচেবেল বেস এবং USB চার্জিংয়ের সুবিধা।
3. ISILER স্মল ডেস্ক ফ্যান : প্লাস্টিক বডি দিয়ে তৈরি এই ফ্যান। যেখানে পাবেন 3 স্পিড সেটিংস। 180 ডিগ্রি অ্যাডজাস্ট করা যাবে সঙ্গে রয়েছে হ্যাঙ্গিং ও স্ট্যান্ডিংয়ের সুবিধা। এই পোর্টেবেল ফ্যানে USB চার্জিং পোর্টও পাওয়া যাবে। রয়েছে ডিজিটাল LED স্ক্রিন। এই ফ্যান 90 দিন ওয়ারেন্টি পিরিয়ডের সঙ্গে আসে।
4. Gaiatop পোর্টেবেল ক্লিপ ফ্যান : 2,000mAh ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে এই পোর্টেবেল ফ্যানে যা ফুল চার্জে 9 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। USB চার্জিংয়ের সুবিধাও রয়েছে ফ্যানে। এতে 3 স্পিড সেটিংস পাবেন যেমন, তেমনই রয়েছে 360 ডিগ্রি রোটেশন, রিমুভেবেল ফ্যান কভার এবং ব্রাশলেস মোটর।
অনলাইন ছাড়াও অফলাইন থেকেও কিনতে পারবেন এই সমস্ত রিচার্জেবেল পোর্টেবেল ফ্যান। তবে অনলাইন থেকে কিনলে উপরন্তু ব্যাঙ্ক ডিসকাউন্ট ও নানা অফারও পাওয়া যাবে। তবে কেনার আগে তার ওয়ারেন্টি পিরিয়ড যাচাই করে নেওয়া আবশ্যিক।