দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের বিশ্বব্যাপী ডাউন ফেসবুক ও ইনস্টাগ্রাম। যার জেরে কার্যত হয়রানির শিকার হচ্ছেন এই দুই সামাজিক মাধ্যম ব্যাবহারকারিরা। বুধবার সকাল থেকে দুনিয়ার বিভিন্ন প্রান্তে ডাউন হয়ে যায় মেটার দুই সোশাল প্ল্যাটফর্ম। বহু ইউজার ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে ছবি, ভিডিও কিছুই আপলোড করতে পারছিলেন না। সূত্রের খবর, ইতিমধ্যেই অন্তত ১৮০০ রিপোর্ট জমা পড়েছে। এর মধ্যে ৫৯ শতাংশ ইউজার ইনস্টাগ্রাম অ্যাপটি খুলে কোনও পোস্ট দেখতে পাচ্ছিলেন না বলে জানিয়েছেন। আবার ৩৪ শতাংশ ইউজারের সার্ভার সমস্যা দেখা দিয়েছিল। ৭ শতাংশ ব্যবহারকারী লগ ইন করতে পারছিলেন।
এক্স হ্যান্ডেলে নিজেদের সমস্যার কথা তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যাবহারকারিরা। অনেকে আবার বেশ কিছু স্ক্রিনশটও পোস্ট করেছেন। যেখানে লেখা, “সামথিং ওয়েন্ট রং। কোনও এক কারণে পেজটি আপলোড করা যাচ্ছে না।” মাইক্রো ব্লগিং সাইটে ট্রেন্ডিং হয়ে যায় #InstagramDown #FacebookDown। দীর্ঘক্ষণ পর ফের স্বাভাবিক হয় পরিষেবা।