Technology

7 months ago

AC Energy Saving Tips : এয়ার কন্ডিশনার চললেও কম আসবে বিদ্যুতের বিল, রইল টিপস

AC Energy Saving Tips
AC Energy Saving Tips

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃমার্চের মাঝামাঝি সময় থেকেই গরমে বঙ্গবাসীর প্রাণ ওষ্ঠাগত। এই সময় অনেকেই ভাবছেন বাড়ির জন্য এয়ার কান্ডিশনার কিনবেন। কিন্তু বাড়তি বিদ্যুতের বিলের কারণে ঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না? তাহলে আজ রইল কয়েকটা টিপস।

১. তামার কয়েল-সহ এয়ার কন্ডিশনার কিনলে তা টেকসই হয়। বিদ্যুতের বিলও কম আসে।

২. সব সময় এসি কেনার ক্ষেত্রে রেটিংয়ের বিষয়টি মাথায় রাখবেন। বেশি রেটিংয়ের এসি কিনলে কম বিদ্যুৎ খরচ হয়।

৩.আপনি ঘরের আয়তন অনুযায়ী এসি কিনুন।

৪.এসি ব্যবহার না করলে সব সময় পাওয়ার সুইচ অফ করে রাখলে কম বিদ্যুৎ খরচ হয়।

৫. সারা রাত এসি ব্যবহার না করে টাইমার সেট করে রাখলে সেক্ষেত্রে বিদ্যুৎ কম খরচ হয়।

৬. সঠিক তাপমাত্রায় এয়ার কান্ডিশনার সেট করুন। সেক্ষেত্রে কম বিদ্যুৎ খরচ হয়।


You might also like!