কুঁচি দেওয়া ব্লাউজ
গায়ে হলুদে পরার জন্যে আপনি কুঁচি দেওয়া ব্লাউজ বেছে নিতে পারেন। এই ধরনের ব্লাউজ আপনার লুকে একটি ট্র্যাডিশনাল ছোঁয়া যোগ করবে। সেই সঙ্গে আপনার লুককে নিয়ে যাবে এক অন্য মাত্রায়।
হলুদ শাড়ির সঙ্গে লাল বা সবুজ রঙের ব্লাউজ পরুন। আর সেই চোলির নেকলাইনে ও স্লিভে যদি ছোট ছোট প্লিট থাকে, তাহলে সেটি দেখতে লাগবে আরও সুন্দর।
মিরর এমবেলিশমেন্ট
বিয়ের দিন সকালে কনেকে ঝলমলে সাজে দেখতে ভালো লাগে। তাই গায়ে হলুদের সময়ে আপনি সানশাইন ইয়লো শাড়ির সঙ্গে মনোক্রম্যাটিক ব্লাউজ বেছে নিতে পারেন। আর সেই ব্লাউজের উপরে যদি মিরর এমবেলিশমেন্ট করা থাকে, তাহলে তো আর কথাই নেই! আপনার সৌন্দর্য দেখে তাক লাগবে সবার।
শিয়ার স্লিভ
আপনি এদিন পরার জন্যে কি হলুদ রঙের শাড়িই বেছে নিতে ছাইছেন? তাহলে তার সঙ্গে পরার জন্যে অন্যরকম একটি ব্লাউজ পছন্দ করুন। যেমন হালকা সবুজ কিংবা গোলাপি রঙের ব্লাউজ কিন্তু দারুণ মানাবে। আর ব্লাউজে যদি কাস্টমাইজড শিয়ার স্লিভ থাকে, তাহলে আপনার লুকটি হবে একদম অন্যরকম!
এমব্রয়ডারি
গায়ে হলুদে পরার জন্যে সুতির এমব্রয়ডারি করা শাড়ি পছন্দ করতে পারেন। আর এমন শাড়ির সঙ্গে যদি ফ্লোরাল মোটিফের ব্লাউজ বেছে নেন, তাহলে আপনার সাজ হবে সম্পূর্ণ!
ফ্লোরাল এমব্রয়ডারি আপনার ব্লাউজটির সৌন্দর্য তো বাড়াবেই, সেই সঙ্গে আপনার লুককে দেবে এক অনন্য ছোঁয়া।