Life Style News

1 year ago

Open Relationship: ওপেন রিলেশনশিপ আসলে কি?

Open Relationship (File Picture)
Open Relationship (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের কাছে খুব পরিচিত বিষয় 'ওপেন রিলেশনশিপ'। আর তাঁর দেখা মেলে ফেসবুকের পাতায় চোখ রাখলে। এক থেকে বহুগামী সম্পর্কের দিকে হাঁটছে বর্তমান প্রজন্ম। 

১)ওপেন রিলেশনশিপ বিষয়টি আসলে কী?

প্রেমের সম্পর্কে ইতি না টেনেই, সঙ্গীর সম্মতি নিয়ে তৃতীয় কারও সঙ্গে সম্পর্কে জড়ানোই হল ‘ওপেন রিলেশনশিপ’। এখানে লুকোনোর কোনো ঝামেলা নেই। সবটাই এখানে খোলামেলা। শ্চিমের দেশগুলিতে এই প্রকার সম্পর্কের কথা বেশ কিছু বছর ধরেই শোনা যায়। ইদানীং ভারতেও যুগলরা ‘ওপেন রিলেশনশিপ’-এ যাচ্ছেন। ‘ওপেন রিলেশনশিপ’ মানেই কেবল যৌনতা নয়, যুবক-যুবতীরা নিছক ভালোবাসার টানে কিংবা মানসিক ভাবে কারও উপর নির্ভর হয়ে পড়েন এমন সম্পর্কে। প্রত্যেক ‘ওপেন রিলেশনশিপ’-এ একটা নির্দিষ্ট গণ্ডী থাকে, তাঁরা অন্যান্য সঙ্গীর সঙ্গে কেমন সম্পর্কে জড়াচ্ছেন, তা নিয়ে প্রধান সঙ্গীর কাছে স্পষ্ট ধারণাও থাকে।

২) এই ধরণের সম্পর্কে যাওয়ার আগে মাথায় রাখতে হবে এই বিষয়গুলি 

ক) যে কোনও সম্পর্কের মতো ‘ওপেন রিলেশনশিপ’-এর ভীতও বিশ্বাসের উপর দাঁড়িয়ে। ওপেন রিলেশনশিপে যাওয়ার আগে দু’জনকেই একে অপরের কাছে স্পষ্ট করতে হবে, নিজেদের সম্পর্ক থেকে ঠিক কী চাইছেন দু’জনে। এমনটা হতেই পারে যে, আপনি ঠিক যা চাইছেন, তা আপনার সঙ্গী চান না। ঠিক কেমন হবে দু’জনের সম্পর্কের সমীকরণ, তা খোলাখুলি আলোচনা করে তবেই অন্য সম্পর্কে যান। সম্পর্ক শুরু হওয়ার পরে অন্য কাউকে মনে ধরলে সেটাও সঙ্গীকে সোজাসুজি জানিয়ে ফেলুন।

খ) এই ধরনের সম্পর্কে কিন্তু আপনি একাই একাধিক সম্পর্কে যাবেন, বিষয়টা তেমন নয়। আপনার সঙ্গী যখন অন্য সম্পর্কে যেতে চাইবেন, তাতেও কিন্তু আপনাকে সম্মতি দিতে হবে। তাঁর উপর কোনও রকম শর্ত চাপিয়ে দিলে চলবে না।

You might also like!