Life Style News

10 months ago

Hibiscus Hair Benefits: জবা ফুলের দ্বারা পাতলা চুল ঘন হবে, লম্বাও হবে কয়েক সপ্তাহে!

Hibiscus Flower (Symbolic Picture)
Hibiscus Flower (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চুলের ক্ষেত্রে জবাফুলের উপকারিতার কথা বোধ হয় আর কাউকেই অনুসরণ করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। চুলকে পাতলা থেকে ঘন এবং এর স্মুথনিং ফেরাতে এর কার্যকারিতা অপরিসীম। 

জবা ফুলের উপকারিতা

ভিটামিন সি-এর ঘাটতি হলে চুল পড়াও বাড়ে। গবেষণাতেও এই তথ্য উঠে এসেছে। জবা ফুলের তেল ভিটামিন সি-এর ঘাটতি পূরণ করলে চুলের বৃদ্ধিও হয় দেখার মতো। একটি গবেষণায় দেখা গিয়েছে, জবা ফুল এবং পাতার নির্যাস হেয়ার গ্রোথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জবাফুল চুল কন্ডিশনিং করে 

জবা ফুল অ্যামিনো অ্যাসিডে ঠাসা। এটি আপনার চুলের পুষ্টির ঘাটতি পূরণ করে। চুলের গোড়া মজবুত করে। চুলের জেল্লা ধরে রাখতেও সাহায্য করে। গবেষণাতেও এই উল্লেখ পাওয়া যায়। প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে জবা ফুল এবং পাতা। চুলে আর্দ্রতার ঘাটতি হয় না। 

চুল পড়া কমায়

জবা ফুল চুল পড়া কমিয়ে চুলের ঘনত্ব বাড়াতে সাহায্য করে। নিয়মিত জবা ফুলের হেয়ার প্যাক বা তেল ব্যবহার করলেই চুলের হাল ফিরবে।

You might also like!