Life Style News

7 months ago

Hair Fall-Hibiscus Leaves: এই পাতার গুনেই নতুন করে গজাবে চুল! জানুন লাগানোর সঠিক নিয়ম

Hair Fall-Hibiscus Leaves (File Picture)
Hair Fall-Hibiscus Leaves (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্তমান সময়ে এত দূষণ চারদিকে যে, আট থেকে আশি ভুগছে চুল পড়ার সমস্যায়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, বয়স ৪০ পেরনোর আগেই মাথায় টাক পড়ে যাচ্ছে। আবার কখনও দেখা যাচ্ছে, এত চুল পড়ছে যে, চওড়া হচ্ছে কপাল। এসব থেকে বাঁচতে, শুধু যে পার্লারে গিয়ে হেয়ার ট্রিটমেন্ট বা স্পা করালেই ফল ফিলবে এমনটা নয়। বরং চারপাশে ছড়িয়ে থাকা প্রাকৃতিক নানা সম্পদও দারুণভাবে কাজে আসে।

শুনলে হয়তো অবাক হবেন, জবা ফুলের পাতা চুল পড়া আটকাতে দুর্দান্ত কাজ করে। জবা ফুলে রয়েছে ভিটামিন সি ও এ, আলফা হাইড্রোক্সিল এবং অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায়, যা চুলের স্বাস্থ্যে খুব উপকারী। স্ক্যাল্পে কোনও সংক্রমণ থাকতে সেটাও কমায়। দেখে নিন কীভাবে জবা ফুলের পাতা, ব্যবহার করবেন মাথাতে।

এক মুঠো জবা পাতা নিন। ঘণ্টাখানেক জলে চুবিয়ে রাখুন। তারপর বেটে নিয়ে, রস ছেঁকে নিন। এবার পেঁয়াজের রসের সঙ্গে জবা পাতার রস মিশিয়ে দিন। এই মিশ্রণ সরাসরি লাগান স্ক্যাল্পে। শ্যাম্পু করার ২৫-৩০ মিনিট আগে স্ক্যাল্পে লাগান। মাসে ২-৩ দিন করতে পারলে, এই টোটকা আপনার চুল পড়া রোধ করতে সাহায্য করবে।

You might also like!