Life Style News

1 year ago

Pet Friendly Cinema: বাড়ির সারমেয়টির সঙ্গে দেখা যাবে সিনেমা! চালু হল প্রথম ‘পেট ফ্রেন্ডলি সিনেমা’

Pet Friendly Cinema
Pet Friendly Cinema

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাড়ির বাইরে নানান কাজে ব্যস্ত থাকেন আপনি। সেই ব্যস্ততার কারণে আপনার চারপেয়ে বন্ধুটিকে সময় দিতে পারেন না। আর অফিস বা কোনো কাজের জায়গায় তো আর তাকে নিয়ে যাওয়া চলে না! তবে যেদিন একটু সময় অবসর সময় পাবেন, সেদিন তাকে বিনোদন দিতে পারা যাবে এবার। কারণ মাথায় রাখতে হবে সেও আপনার একটু সময় পাওয়ার জন্য বা আপনার কাছে থাকার জন্য মরিয়া হয়ে অপেক্ষা করে। 

আদরের পোষ্যকে নিয়েই বড় পর্দায় ছবি দেখবেন! কোন দেশে খুলল নতুন ধরনের সিনেমা হল! তাইল্যান্ডে চালু হল সেই দেশের প্রথম ‘পেট ফ্রেন্ডলি সিনেমা’। ব্যাঙ্কক শহরের অদূরেই ‘মেগা বঙ্গনা শপিং মল’-এ মেজর সিনেপ্লেক্স। সিনেমা হলের উদ্বোধন উপলক্ষে এক ডজনেরও বেশি চারপেয়েকে আমন্ত্রণ জানানো হয়েছিল। চারপেয়েরা যাতে কোনও ভাবে প্রেক্ষাগৃহ নোংরা না করে, তার জন্য সকলের নিম্নাঙ্গে ছিল বিশেষ ডায়াপার। পোষ্যদের জন্য সাধারণ আসনের উপর বিশেষ ব্যাগেরও ব্যবস্থাও করা হয়েছিল। সংস্থার পক্ষ থেকে নারুতে জিয়েন্সনং এক সাক্ষাৎকারে জানান, চড়া আলো এবং আওয়াজে পোষ্যদের সমস্যা হতে পারে। তাই সেই সব কথা মাথায় রেখে আলোর ঔজ্জ্বল্য এবং শব্দের সীমাও নিয়ন্ত্রণ করে রাখা হয়েছে। তিনি বলেন, “ব্যাঙ্কক পোষ্যদের জন্য খুব একটা সুরক্ষিত নয়। তা ছাড়া অনেক পোষ্যই মানুষ ঘেঁষা হয়। অনেকটা সময় মানুষকে না দেখতে পেলে তাদের মধ্যেও উদ্বেগের পরিমাণ বেড়ে যায়।” 

এই উদ্যোগে তাইল্যান্ডের বেশির ভাগ পোষ্যের মালিক খুশি হলেও অন্য এক অভিভাবক জানিয়েছেন, “এ ভাবে ৩-৪ ঘণ্টা খাঁচার মধ্যে আটকে থেকে পোষ্যরা কতটা আনন্দ পাবে, সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।”

You might also like!