
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: টেলিভিশনের ‘বাহামণি’ আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন টেলিপর্দার জনপ্রিয় ‘বাহামণি’ অভিনেত্রী রণিতা দাস। খবর অনুযায়ী, ‘ও মন দরদিয়া’ ধারাবাহিকের শুটিং চলাকালীনই হঠাৎ মাথায় তীব্র যন্ত্রণা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গেই তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। খবর প্রকাশ্যে আসার পর থেকেই টেলিদর্শক ও ভক্তরা তার শারীরিক অবস্থার জন্য উদ্বিগ্ন হয়ে ওঠেন। তবে এবার হাসপাতালের বেড থেকেই জানান দিলেন অভিনেত্রী।
শুক্রবার বাগদেবীর আরাধনার দিনে টলিপাড়ার অন্যান্য সেলেবরা উৎসবের মধ্যে ব্যস্ত থাকলেও, রণিতা হাসপাতালের বেডে চিকিৎসাধীন। শয্যাশায়ী অবস্থায় অভিনেত্রীর মন ভালো না থাকলেও, ভক্তদের প্রার্থনা ও ভালোবাসাই তাকে মানসিক শক্তি জোগাচ্ছে। হাসপাতাল থেকে শেয়ার করা ছবিতে দেখা গেছে, হাতে স্যালাইনের চ্যানেল এবং শয্যাশায়ী অবস্থায় উদাসীনভাবে তাকিয়ে রণিতা। তিনি বলেন, “এই সময়টা ব্যাখ্যা করা কঠিন। কিন্তু যারা আমাকে সত্যিই ভালোবাসেন, তারা এখন আমাকে আরও একটু শক্ত করে ধরে রাখুন। কারণ আমার ভিতরের ছোট্ট সত্তাটা এখনও সূঁচ আর রক্ত দেখলে ভয়ে কেঁপে ওঠে।”
রণিতা আরও জানিয়েছেন, “ঈশ্বর আসলে আমাদের কিছু নির্দিষ্ট মুহূর্তে ফেলে দেন। যাতে আমরা বুঝতে পারি আমরা কোথায় মানসিকভাবে নিরাপদ ও সুরক্ষিত বোধ করতে পারি। এবং কোথায় করি না। আমি এখন ঈশ্বরের হাতে আছি এবং তিনি আমার যত্ন নিচ্ছেন।” শুটিং ফ্লোরে দ্রুত ফিরে যাওয়ার চেষ্টা করছেন বলেও জানান তিনি। প্রসঙ্গত, “এই মুহূর্তে ‘ও মোর দরদিয়া’-তে মুখ্য চরিত্রে রয়েছেন রণিতা দাস। তার অনুপস্থিতিতে ধারাবাহিকের শুটিং চালানো প্রায় অসম্ভব। তাই পুরনো ছন্দে তিনি শুটিং ফ্লোরে কবে ফিরবেন, সেটাই এখন অপেক্ষার বিষয়। সহকর্মীরাও তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।”
