Life Style News

1 year ago

CISCE : স্কুল ব‍্যাগ ছাড়াই স্কুল! কেমন হবে সেই দশ দিন? এবার নতুন নির্দেশিকা জারি সিআইএসসিইি-র

School without school bag
School without school bag

 

নয়া দিল্লি: কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতিতে ৬-৮ শ্রেণির ছাত্রছাত্রীদের 'ব্যাগলেস দিন' থাকার কথা উল্লেখ ছিল। এবার সেই নির্দেশিকা জারি করল সিআইএসসিই সিআইএসসিইি বোর্ড। সম্প্রতি সিআইএসসিইির নির্দেশিকায় স্কুলগুলিকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের ক্ষেত্রে বছরে দশ দিন অথবা ৬০ ঘণ্টা ব্যাগ ছাড়া স্কুলে কাটানোর কথা জানানো হয়েছে।

গাইডলাইনে স্পষ্ট বলা হয়েছে, স্কুলে পড়ুয়ারা মাসের ওই কদিন নিজেদের মতো কাটাতে পারবে। অন‍্যান‍্য শিক্ষামূলক কাজ করানো হবে সেই সময়ে যেমন ফিল্ড ট্রিপ, মাটির জিনিস তৈরি করা, প্রকৃত অন্বেষণ, খেলাধুলো, শিক্ষামূলক ভ্রমণ নিয়ে যাওয়া যেতে পারে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, আলাপ-আলোচনা, কুইজ, সাংস্কৃতিক বিষয়ে তাদের অংশগ্রহন করতে হবে।

স্কুল পড়ুয়াদের মাসে অন্তত ১০ দিন ব্যাগের ভার কমাতে উদ্যোগী সিআইএসসিই  বোর্ড।সম্প্রতিকালে জারি করা একটি নির্দেশিকায় বলা হয়েছে মাসের ১০ দিন বা ৬০ ঘণ্টা ব্যাগ ছাড়াই স্কুল আসবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারা। ছাত্রছাত্রীদের সামগ্রিক উন্নতি শুধুই বই-খাতা-ব্যাগ দিয়ে হয়না। তার বদলে পড়ুয়ারা মাসের দশটা দিন অন্তত যেন নিজের আনন্দে থাকতে পারে সেটার উপর নজর রাখতে হবে স্কুল কর্তৃপক্ষকে।

সিবিএসসি বোর্ড আগেই ব্যাগ ছাড়া পড়ুয়াদের ক্লাসে আসার কথা ঘোষণা করেছিল। এখন সিআইএসসিই বোর্ডও সেই পথে হাঁটছে । বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিভাবকরা এই নির্দেশিকাকে সাধুবাদ জানিয়েছে। তাঁরা জানান, পড়াশোনার বাইরেও যে বিশাল জগৎ পড়ে রয়েছে, সেটা জানা শিশুদের জন্য  খুবই দরকার।

You might also like!